ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিচেস্টার-ম্যানচেস্টার সিটির জয়

প্রকাশিত: ০৮:৫০, ৭ মার্চ ২০১৬

লিচেস্টার-ম্যানচেস্টার সিটির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিচেস্টার সিটি। তবে তিন ম্যাচ পর পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা লিচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে এ্যাস্টন ভিলাকে। আর ওয়েস্টহাম ৩-২ গোলে জিতেছে এভারটনের বিপক্ষে। আর দিনের অন্য টটেনহ্যাম হটস্পার ২-২ গোলে ড্র করেছে আর্সেনালের বিপক্ষে, বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ১-১ ব্যবধানে ড্র করেছে স্টোক সিটির বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের বড় জয় তুলে নিয়েছে শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এ্যাস্টন ভিলাকে আতিথ্য জানায় ম্যানুয়েল পেলেগ্রিনির দল। আতিথ্য নেয়া দলটি সিটিজেনদের প্রথমার্ধে রুখে দেয়। কোন গোলের দেখা না পেয়েই প্রায় ৫৪ হাজার দর্শকের সামনে মাথা নিচু করে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে বিরতির পর হঠাৎ করেই জ্বলে উঠেন সিটির তারকারা। মাত্র ১৮ মিনিটেই চারটি গোল আদায় করে নেন তারা। ম্যানসিটির হয়ে জোড়া গোল করেন সার্জিও এ্যাগুয়েরো। একটি করে গোল করেন ইয়াইয়া তোরে আর রাহিম স্টারলিং। এমন জয়ের পর দারুণ তৃপ্ত সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। আর শিরোপা জয়ের জন্য এবার ৭৫ পয়েন্ট সংগ্রহই যথেষ্ট বলে মনে করেন তিনি। সেই সঙ্গে নিজের দল এখনও শিরোপার দৌড়ে টিকে রয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। শনিবার এ্যাস্টন ভিলাকে হারিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের ধারা থেকে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ওই জয়ের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে থাকা সিটির সংগ্রহ দাঁড়িয়েছে ৫০ পয়েন্ট। ম্যাচ শেষে পেলিগ্রিনি বলেন, ‘এখন থেকে পয়েন্ট খোয়ানো শুরু করেছে এগিয়ে থাকা দলগুলো। লীগের শেষভাগ এই চাপ আরও বাড়তে থাকবে। অন্য দলগুলোর তুলনায় আমরা বেশি অভিজ্ঞ। যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের দরকার হচ্ছে পয়েন্টের ব্যবধান কমানো। আগামী শনিবার আমাদের জয় পেতে হবে নরউইচের বিপক্ষে। এই ধারাবাহিকতায় পরের ম্যাচেও জয় লাভ করতে হবে। শিরোপা জয়ের জন্য আমাদের কত পয়েন্টের প্রয়োজন তা এই মুহূর্তে ধারণা করা কঠিন। তবে আমি নিশ্চিত সেটি ৭৫ পয়েন্টের আশপাশেই হবে।’ উদ্বেগ ও উৎকণ্ঠা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন লিস্টার সিটির কোচ ক্লদিও রেনিয়েরি। দারুণ ফর্মে থাকা তারকা ফুটবলার রিয়াদ মাহরেজের ইনজুরি মুক্তির খবরে নির্ভার হয়েছেন তিনি। যাকে ‘সুসংবাদ’ বলে উল্লেখ করেছেন লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ ক্লাবটির কোচ। শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে অনুষ্ঠিত লীগ ম্যাচের ৫৬তম মিনিটে মাহরেজের গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লিচেস্টার সিটি। ফলে শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে যায় ক্লাবটি। এ জয়ের ফলে দ্বিতীয় অবস্থানে থাকা শিরোপা প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান লিচেস্টারের। তবে পুরো সময় মাঠে কাটাতে পারেননি মাহরেজ। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। যা শঙ্কার মধ্যে ফেলে দেয় কোচাকে। পরক্ষণেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। ওই ইনজুরি স্থায়ী নয় এবং সেটি ছিল তাৎক্ষণিক একটি পেশির টানজনিত সমস্যা। এমনটিই জানানো হয়েছে রেনিয়েরিকে। তারপর সাক্ষাতকারে রেনিয়েরি বলেন, ‘সেখানে কোন ইনজুরি ছিল না। এটি ছিল পেশির সামান্য একটি টানজনিত সমস্যা। হতে পারে ছোট্ট একটি চোট। তবে আমি তাৎক্ষণিকভাবেই তাকে সরিয়ে নিয়েছিলাম মধ্যমাঠকে আরও সক্রিয় রাখার জন্য।’ এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে লিচেস্টার। সমান সংখ্যক ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে টটেনহ্যাম।
×