ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ॥ প্রণব মুখার্জি

প্রকাশিত: ০৮:৪০, ৭ মার্চ ২০১৬

আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ॥ প্রণব মুখার্জি

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এখন আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। তিনি বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এ চুক্তি বাস্তবায়ন বঙ্গবন্ধুর স্বপ্নের ফসল। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করলে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। সাক্ষাতের সময় তারা দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। সে সময় ভারতের রাষ্ট্রপতি লোকসভার আমন্ত্রণে ‘ভারতের নারী আইনপ্রণেতাদের জাতীয় সম্মেলন’ -এ যোগ দেয়ার জন্য নয়াদিল্লী সফর করায় স্পীকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আন্তর্জাতিক মানে উনীœত হয়েছে। এর ফলে দুটি আন্তর্জাতিক পার্লামেন্টারি ফোরাম সিপিএ ও আইপিএ প্রধান বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ঘটছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখায় বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। প্রণব মুখার্জি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তাই তার স্বল্পকালীন শাসনামলে তিনি এ চুক্তি করতে পেরেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভারত ও বাংলাদেশের সীমানা চুক্তি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়ন করতে পেরে ভারতও আনন্দিত। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সাক্ষাতের জন্য ভারতীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অনেক সৌহার্দ্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। এতে দুই দেশের পার্লামেন্ট ও সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও নিবিড় হবে এবং দুই দেশের জনগণ ও গণতন্ত্র উপকৃত হবে। স্পীকার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। এ সকল বিষয়ে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে এবং শীঘ্রই সব বিষয়ে সহযোগিতার দ্বার উন্মুক্ত হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে স্পীকার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক এবং ক্রমান্বয়ে এটা আরও সম্প্রসারিত হচ্ছে।
×