ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় দুর্গত ফিজির মানুষের জন্য প্রধানমন্ত্রীর ১০ লাখ ডলার সহায়তা

প্রকাশিত: ০৮:৪০, ৭ মার্চ ২০১৬

ঘূর্ণিঝড় দুর্গত ফিজির  মানুষের জন্য  প্রধানমন্ত্রীর ১০ লাখ  ডলার সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিজিতে সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নগদ এক মিলিয়ন (১০ লাখ) ডলার (প্রায় আট কোটি টাকা) সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপ রাষ্ট্রে ঘূর্ণিঝড়ের আঘাতে ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে। খবর বাসস’র। ফিজির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্য মতে, ভয়াবহতার দিক দিয়ে ঘূর্ণিঝড় উইনস্টন দক্ষিণ গোলার্ধের জন্য একটি রেকর্ড। এতে ফিজির ৪২ জন নিহত হন এবং শত-সহস্র মানুষ গৃহহীন হয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এর আগেও ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।
×