ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্বলে উঠলেন কেবল মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৮:৩৯, ৭ মার্চ ২০১৬

জ্বলে উঠলেন কেবল মাহমুদুল্লাহ

শাকিল আহমেদ মিরাজ ॥ টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন সাব্বির রহমান। স্বভাবতই ফাইনালে স্পটলাইট ছিল এই টাইগার ব্যাটসম্যানের ওপর। টিকে থাকলেন শেষ পর্যন্ত, রানও করলেন অপরাজিত ৩২ কিন্তু মন ভরাতে পারলেন না। বল খেললেন ২৯টি! তবে বৃষ্টি-বাগড়ায় ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দ্যুতি ছড়ালেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১২তম ওভারে রানের খাতা খোলার আগে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যখন আউট হন দলের রান তখন মোটে ৭৫। স্কোর এক শ’ পেরোয় কি না সন্দেহ। তখনই দৃশ্যপটে আসরজুড়ে অসাধারণ খেলা মাহমুদুল্লাহ। আশিষ নেহরার ওভারের শেষ তিন বলের প্রথম দুটিতে নেন ২ রান করে, ষষ্ঠ বলে চার হাঁকিয়ে শেরেবাংলায় শুরু মাহমুদুল্লাহ ঝড়। এরপর ১৪তম ওভারে হারদিক পান্ডিয়াকে তো পেয়েই বসেন ৩০ বছর বয়সী টাইগার অলরাউন্ডার। ২ ছক্কা, ১ চার ও দুটি সিঙ্গেলস ও ২ রানসহ তুলে নেন ২০ রান! জাসপ্রিত বুমরার করা দুর্দান্ত শেষ ওভারটি থেকে অবশ্য রান নেয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে! দু-বার দৌড়ে দুটি করে ও একটি সিঙ্গেলসেই সন্তুষ্ট থাকতে হয় মাহমুদুল্লাহকে। ১৩ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন অভিজ্ঞ ডানহাতি উইলোবাজ। ষষ্ঠ উইকেটে মাত্র ৩ ওভার ২ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ-সাব্বির! যেখানে সাব্বিরের অবদান মোটে ১১। ম্যাচের ফল যাই হোক, মূলত মাহমুদুল্লাহর ‘ক্যামিও’ ইনিংসের সৌজন্যেই ৫ উইকেটে ১২০ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর পায় বাংলাদেশ। ২৯ বলে ২ চারের সাহায্যে ৩২ রান নিয়ে অপরাজিত থাকেন সাব্বির। এছাড়া সাকিব আল হাসান ১৬ বলে ২১, সৌম্য সরকার ৯ বলে ১৪, তামিম ইকবালের ১৭ বলে ১৩ রান উল্লেখ্য। অবাক করা বিষয় এশিয়া কাপে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা মাহমুদুল্লাহকে মাত্র একবারই আউট করতে পেরেছেন, সেটি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই ভারতেরই আশিষ নেহরা। সেদিন ৭ রানে ফেরা মাহমুদুল্লাহ শেষ চার ম্যাচে অপরাজিত ২৭ বলে ৩৬*, ১২ বলে ২৩*, ১৫ বলে ২২* ও কালকের ফাইনালে ১৩ বলে ৩৩*! মোট রান ১২১, গড়ও ১২১!! স্ট্রাইক রেট ১৬৫.৭৫। টুর্নামেন্টে মোট ৭৩ বল মোকাবেলা করে ছক্কা হাঁকিয়েছেন ৬, চারের সংখ্যা ৮। যেন রুদ্রমূর্তির বিশ্বসেরা এক ফিনিশার। দরজায় কড়া নাড়া টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বাকি সব ব্যাটসম্যানের জন্য ‘উড়ন্ত’ মাহমুদুল্লাহই হতে পারে বড় অনুপ্রেরণা।
×