ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ ঐতিহাসিক সাতই মার্চ ॥ সোহরাওয়ার্দীতে বিশাল জনসভা

প্রকাশিত: ০৮:৩৮, ৭ মার্চ ২০১৬

আজ ঐতিহাসিক সাতই মার্চ ॥ সোহরাওয়ার্দীতে বিশাল জনসভা

বিশেষ প্রতিনিধি ॥ আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক মানুষের ঢল নামতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। শুধু রাজধানীর মহানগরই নয়, ঢাকা আশপাশের জেলা থেকেও নেতাকর্মীদের সোহরাওয়ার্দীর জনসভায় যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আয়োজকদের দাবি, লাখো মানুষের উপস্থিতিতে আজকের জনসভাটি রীতিমত বিশাল জনসভায় রূপ নেবে। বিকেলে আওয়ামী লীগের এ জনসভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচী সফল করতে রবিবার বঙ্গবন্ধু দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিম-লীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার নামে প্রাক্তণ বিরোধী দল বিএনপির কাউন্সিল একটা তামাশায় পরিণত হয়েছে। আমাদেরও কাউন্সিল হবে। কিন্তু সেটা হবে প্রকাশ্যে। সেখানে প্রকাশ্য শেখ হাসিনার নাম প্রস্তাব করা হবে। কেউ যদি ইচ্ছা করে প্রার্থী হতে চান এতে কোন বাধা নেই। এমনকি আমাদের সাধারণ সম্পাদক পদেও প্রকাশ্যে নির্বাচন হবে। তিনি বলেন, বিএনপিসহ কিছু দল সকালে একজন বিকেলে একজন সভাপতি বানাতে পারে। কিন্তু আমাদের দলে কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ছাড়া কেন্দ্রীয় কমিটি পরিবর্তন করা যায় না। অথচ বিএনপির কেন্দ্রীয় কমিটি যখন-তখন পরিবর্তন করা যায়। যখন-তখন যাকে তাকে নির্বাচিত করা যায়। তিনি বলেন, বিএনপি এখন কথায় কথায় আওয়ামী লীগ বলা শুরু করেছে। তারা আন্দোলনে ব্যর্থ তাও আওয়ামী লীগ দায়ী। নির্বাচনে আসেনি তার জন্যও কী আওয়ামী লীগ দায়ী? পৌরসভায় হেরেছে এর জন্য দায়ী কে আওয়ামী লীগ! মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জিতেছে এতেও দায়ী কে আওয়ামী লীগ। এখন ইউপি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না সেজন্যও দায়ী আওয়ামী লীগ! সেতুমন্ত্রী বলেন, এই যে বিএনপি কাউন্সিল, তা নিয়েও বিএনপি কত রঙ্গ-তামাশা শুরু করেছে। চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এটা করা হয়েছে গোপনে। আবার গোপনে নিষেধও করা হয়েছে। যাতে এই দুই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দিয়ে তাদের অসম্মান না করতে পারেন। তিনি বলেন, সরকার পরিবর্তনের জন্য বিএনপিকে আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। জনসভা সফল করতে কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাাদক মাহবুবউল আলম হানিফ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাহাঙ্গীর কবির নানক, ড. আবদুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এস এম কামাল হোসেন, নগর নেতা শেখ বজলুর রহমান, আওলাদ হোসেন ও আবদুল হক সবুজ প্রমুখ।
×