ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রোটিনা হোমমেড ও ভেঞ্চার ক্যাপিটাল চুক্তি সই

প্রকাশিত: ০৫:৫৬, ৭ মার্চ ২০১৬

প্রোটিনা হোমমেড ও ভেঞ্চার ক্যাপিটাল চুক্তি সই

বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোটিনা হোমমেড প্লাস ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল) চুক্তিবদ্ধ হয়েছে। গত ৩ মার্চ বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের কার্যালয়ে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রোটিনা হোমমেড প্লাসের পক্ষে মাসুদা ইসলাম ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের পক্ষে কোম্পানি সচিব মোঃ জহির উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মোঃ হামিদুল হক খান, নিউট্রিশন এ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক বেলাল হোসাইন, প্রভাষক সাবিহা মতিন বিপাশা, বিভিসিএলের আইনী পরামর্শক এএইচ এম আশ্রাফুল ইসলাম এবং সমন্বয়ক রাশেদুল ইসলাম। এ চুক্তির আওতায় শীঘ্রই ডায়াবেটিক বিস্কুট, সলটেড বিস্কুট ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যবান্ধব বিস্কুট দেশের সুপারস্টোরগুলোতে সরবরাহ করা হবে। -বিজ্ঞপ্তি
×