ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রঙিন সুখ

প্রকাশিত: ০৫:৫৫, ৭ মার্চ ২০১৬

রঙিন সুখ

পেটে ভাত নেই। ভাল একটি কাপড় নেই। মাতা গোঁজার মতো এতটুকু ঠাঁই নেই। তবু সুখের ঘাটতি নেই ওদের। ওরা ফুটপাথে ঘুমায়। সড়কে জ্যামে আটকে থাকা গাড়ি মুছে যা পায় তাই দিয়ে খায়। একবেলা খায় তো আরেক বেলা না খেয়ে থাকে। এভাবেই চলছে ওদের জীবন। ওরা সুবিধাবঞ্চিত শিশু। ভাগ্যই যাদের দুভার্গ্যরে বিষাদ শর্বরী। কুড়িয়ে পাওয়া রং দিয়ে ছোট বোনের চুল রঙিন করছে এক শিশু। রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×