ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সনি-স্যামসাং মানে কি?

প্রকাশিত: ০৫:৪৫, ৭ মার্চ ২০১৬

সনি-স্যামসাং মানে কি?

ইলেকট্রনিক পণ্যের জগতে বিশ্বজুড়ে সবচেয়ে পরিচিত দুটি ব্র্যান্ডের নাম সনি ও স্যামসাং। কোম্পানি দুটি প্রয়োজনীয় ধরনের ইলেকট্রনিক পণ্য বিক্রি করে। এর মধ্যে মোবাইল থেকে শুরু করে টিভি, রেফ্রিজারেটর সবই। কিন্তু কখনও কি ভেবেছেন এই দুটি কোম্পানির অর্থ কি? আর আধুনিক যুগে মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিকস জিনিস ছাড়া একটা মুহূর্তও চলে না। প্রতিটা মুহূর্তে আমাদের প্রয়োজন হয় এই জিনিসগুলোর। এর মধ্যে ইলেকট্রনিকস পণ্যই হোক বা মোবাইল ফোন, স্যামসাং আর সোনি মানুষের কাছে খুবই পছন্দের। বিশ্বজুড়ে লাখ লাখ ফোন বিক্রি করে এই কোম্পানি দুটি। সঙ্গে ইলেকট্রনিকস পণ্যও। তাই আপনার জানা প্রয়োজন বিখ্যাত দুটি কোম্পানির নাম। সনি বা স্যামসাং এই দুটি শব্দের মানে কী? সনি এই লাতিন শব্দের ইংরেজী অর্থ হলো সাউন্ড। আর স্যামসাং শব্দের মানে হলো তিন তারা। স্যাম শব্দের অর্থ হলো তিন আর সাং শব্দের অর্থ হলো তারা। -জিনিউজ
×