ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৪ স্কুল ছাত্র হত্যা

দায়িত্বে গাফিলতির দায়ে এসআই সাসপেন্ড ॥ ওসির বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

প্রকাশিত: ০৫:৪৩, ৭ মার্চ ২০১৬

 দায়িত্বে গাফিলতির দায়ে এসআই সাসপেন্ড ॥ ওসির  বিরুদ্ধে ব্যবস্থার  সুপারিশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ মার্চ ॥ হবিগঞ্জের সুন্দ্রাটিকিতে সংঘটিত চার স্কুল ছাত্র হত্যাকা-ের ঘটনায় পুলিশের চরম গাফিলতি ও উদাসীনতা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে দাখিল হলো। রবিবার বিকেলে এই আলোচিত বিষয়টির ওপর ভিত্তি করে এসপি জয়দেব কুমার ভদ্রের কাছে দাখিলকৃত রিপোর্ট অনুযায়ী বাহুবল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী জিয়াউদ্দিনকে সাসপেন্ড করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন ৩ সদস্য বিশিষ্ট সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রধান সমন্বয়ক এ্যাডিশনাল এসপি মোঃ শহীদুল ইসলাম। এ্যাডিশনাল এসপি শহীদুল মিডিয়াকর্মীদের জানান, বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে গত ১২ ফেব্রুয়ারি শুভ, তাজেল, মনির ও ইসমাঈল অপহরণ এবং পরবর্তীতে নির্মমভাবে হত্যা করার পর পুলিশের উদাসীনতা ও গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ২২ ফেব্রুয়ারি ৩ সদেস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। আমি এই কমিটির প্রধান সমন্বয়ক ছিলাম। এই তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট থানার কোন কর্মকর্তা বা সদস্যদের গাফিলতি-উদাসীনতার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়। এতে প্রমাণিত হয় ওই চার শিশু অপহরণের পর, হত্যাকা-ের ঘটনা ও মামলা দায়েরের পরবর্তী সময়ে কতিপয় পুলিশ সদস্যের ছিল চরম গাফিলতি। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জিয়াকে সাসপেন্ড ও ওসি (তদন্ত) আব্দুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করি। ইতোমধ্যে জিয়াকে সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও জানান, ওই শিশুদের হত্যার দায়ে মামলায় প্রধান আসামি দুর্ধর্ষ ডাকাত ও লাঠিয়াল সর্দার আব্দুল আলী বাঘোয়াল, তার পুত্র জুয়েল, রুবেল, শাহেদ, ছালেহ আহমেদ, আরজু ও বশির নামে ৭ জনকে গ্রেফতার, আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়েছে। তন্মধ্যে সিএনজি অটোরিক্সা মালিক বাচ্চু র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এদিকে চার শিশু হত্যা মামলার চার্জশীট শীঘ্রই দাখিল করা হচ্ছে আদালতে। এমনটিই মিডিয়াকে জানালেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির ওসি মোক্তাদির আলম। তিনি জানান, তদন্ত কাজ দ্রুত এগুচ্ছে। প্রায় শেষ প্রান্তে। যে কোন সময় জড়িতদের অভিযুক্ত করে এই আলোচিত মামলাটির চার্জশীট আদালতে দাখিল করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।
×