ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ॥ একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৩, ৭ মার্চ ২০১৬

মেঘনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ॥ একই পরিবারের  তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ও নিজস্ব সংবাদদাতা, বরগুনা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে শনিবার রাত দেড়টার দিকে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন মা তাসলিমা বেগম (৪৫), পুত্র হিরণ (১৮) ও মেয়ে জান্নাত (৭)। গুরুতর আহত নাসরিনকে (১৯) ঢাকার পঙ্গু হাসপাতালে ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ ‘কিং সম্রাট’ ঢাকার সদরঘাটে এবং ‘জাহিদ-৪’ পটুয়াখালীর রাঙ্গাবালিতে রয়েছে। বরগুনা থেকে ঢাকাগামী দুর্ঘটনার শিকার কিং সম্রাট লঞ্চের সুপারভাইজার মোঃ জাকির হোসেন বলেন, রাত দেড়টার দিকে তারা মেঘনার মিয়ারচর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালিগামী এমভি জাহিদ-৪ লঞ্চটি কিং সম্রাট লঞ্চের মাঝ বরাবরে আঘাত হানে। এতে উভয় লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় ঘটনাস্থলেই মা তাসলিমা বেগম ও তার কন্যা জান্নাতের মৃত্যু হয়। গুরুতর আহত কমপক্ষে ১০ জনকে ঢাকার উদ্দেশে নেয়ার পথে হিরণ মারা যায়। বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মোঃ আবুল বাশার মজুমদার দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, রবিবার দুপুরে নিহত তিন যাত্রীর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের বাড়ি বরগুনা সদরে।
×