ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত ছিটমহলের শতাধিক নারী পুরুষ শিশু ভারতের জেলে আটক

প্রকাশিত: ০৫:৪২, ৭ মার্চ ২০১৬

বিলুপ্ত ছিটমহলের শতাধিক নারী পুরুষ শিশু ভারতের জেলে আটক

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম থেকে ॥ বিলুপ্ত ছিটমহলের শতাধিক নারী-পুরুষ ও শিশু দীর্ঘদিন ধরে ভারতের জেলে আটক রয়েছে। আটককৃত এসব মানুষ বিনা অপরাধে বছরের পর বছর জেল খেটে মানবেতর জীবন কাটাচ্ছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন। জানা গেছে, ২০১৩ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার ভারতীয় ছিটমহলের শতাধিক দিনমজুর শ্রেণীর নারী-পুরুষ ও শিশু কাজের সন্ধানে ভারতের বিভিন্ন জেলায় যায়। এসব মানুষ যখন কাজ শেষে দেশের সীমানায় আসে তখন ভারতীয় ‘পুলিশ ও বিএসএফ’ তাদের আটক করে ভারতের বিভিন্ন জেলে পাঠিয়ে দেয়। গত বছর দু’দেশের ছিটমহলগুলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে আনুষ্ঠানিক হস্তান্তরের পরও তারা এখন পর্যন্ত মুক্তির স্বাদ পায়নি। তাদের আত্মীয়স্বজনরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোন লাভ হয়নি। রবিবার দাসিয়ারছড়ায় গিয়ে ভারতে আটক স্বজনদের কাছে এমনটি জানা গেছে। অনেকেই তাদের ছেলে, মেয়ে, বাবা, মা ভারতের জেলে আটকের কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন। বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের স্বজনরা জানিয়েছেন, দাসিয়ারছড়ার কিছু দালালের মাধ্যমে ওই এলাকার নারী-পুরুষ ও শিশুদের ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ইটভাঁটিতে কাজ দেয়ার কথা বলে কাঁটাতারের বেড়া টপকে ভারতে নিয়ে যায়। এসব মানুষ ইটভাঁটিসহ বিভিন্ন জায়গায় কাজ শেষে নিজ বাড়ি ফেরার সময় ভারতীয় বিএসএফ সীমান্তে এবং পুলিশ বিভিন্ন রেল ও বাস স্টেশনে তাদের আটক করে। এ সময় তাদের অমানুষিক নির্যাতন চালিয়ে জেলে পাঠিয়ে দেয়। এ সময় দালালরা ওই দিন মজুরদের কাছে যা কিছু থাকে তা লুট করে নেয়। আটককৃতদের স্বজনরা জানিয়েছেন, প্রায় শতাধিক দাসিয়ারছড়া ও তার আশপাশের বাংলাদেশী নারী-পুরুষ ও শিশু আজও পর্যন্ত ভারতের আলিপুরদুয়ার, মাতাভাঙ্গা, মেখলিগঞ্জ, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি সেন্ট্রাল জেল, শিলিগুড়ি, ইসলামপুর জেলে আটক রয়েছেন। এ প্রসঙ্গে অধুনালুপ্ত ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় সাধারণ সম্পাদক দিপ্তীমান সেনগুপ্ত মোবাইল ফোনে জানান, আমি কোচবিহার জেলা প্রশাসকের মাধ্যমে রাজ্য সরকারের কারা দফতরের সঙ্গে কথা বলেছি। আইনী প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এই সকল আটককৃতকের বিষয়ে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছি। এ বিষয়ে ভারতীয় বালুরঘাট জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী শ্রী নিরঞ্জন চক্রবর্তী জানান, আটককৃতদের বিষয়ে যদি ভারতীয় হাইকমিশন বিলুপ্ত ছিটমহলের অধিবাসী হিসেবে বাংলাদেশ সরকারের মাধ্যমে একটি সুপারিশ কোর্টে পাঠিয়ে দেয় তাহলে এদের বাংলাদেশে ফিরতে কোন বাধা থাকবে না।
×