ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূতের মতো অক্টোপাস

প্রকাশিত: ০৪:৪৪, ৭ মার্চ ২০১৬

ভূতের মতো অক্টোপাস

হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে নেকার আইল্যান্ডের কাছে প্রশান্ত মহাসাগরের গভীরে নতুন এক প্রজাতির অক্টোপাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অর্ধস্বচ্ছ এই অক্টোপাসের সঙ্গে তুলনা করা হচ্ছে ভূত কার্টুন চরিত্র ক্যাসপারের সঙ্গে। পিগমেন্ট কোষ কম থাকায় এদের গায়ের রঙ হালকা, অর্ধস্বচ্ছ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এ্যান্ড এ্যাটমোস্ফেরিক এ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানায়, সাগরের চার কিমি গভীরে পাখনা ছাড়া এই অক্টোপাস পাওয়া গেছে। পাখনাসহ ও পাখনাহীন- দুই ধরনের অক্টোপাসই সাগরে দেখা যায়। তবে পাখনাহীন অক্টোপাস সাধারণত অগভীর পানিতেই থাকে। -বিবিসি
×