ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্প শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি ॥ জার্মান ভাইস চ্যান্সেলর

প্রকাশিত: ০৪:৪৪, ৭ মার্চ ২০১৬

ট্রাম্প শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি ॥ জার্মান  ভাইস চ্যান্সেলর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তাকে শান্তি ও সমৃদ্ধির জন্য হুমকি আখ্যায়িত করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল। খবর ওয়েবসাইটের। জার্মানির একটি সাপ্তাহিককে দেয়া সাক্ষাতকারে দেশটির সোস্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান গ্যাব্রিয়েল এ মন্তব্য করেন। রবিবার সাক্ষাতকারটি প্রকাশ করেছে ওই সাপ্তাহিক। সাক্ষাতকারে গ্যাব্রিয়েল বলেন, ডোনাল্ড ট্রাম্প, মেরি লি পেন কিংবা গির্ট উইল্ডার্স- ডানপন্থী জনপ্রিয় এসব রাজনীতিবিদ কেবল শান্তি ও সামাজিক বন্ধনের জন্য হুমকি নন, একই সঙ্গে তারা অর্থনৈতিক অগ্রগতির জন্যও হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তা নিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের ক্রমবর্ধমান উদ্বেগের স্পষ্ট প্রকাশ ঘটেছে গ্যাব্রিয়েলের এ মন্তব্যে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমর্থনপুষ্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপের রাজনীতিবিদদের সম্পর্ক এমনিতেই ভাল না।
×