ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুজরাটে ঢুকে পড়েছে দশ লস্কর জঙ্গী, বড় হামলার আশঙ্কা

প্রকাশিত: ০৪:৪৪, ৭ মার্চ ২০১৬

গুজরাটে ঢুকে পড়েছে দশ লস্কর জঙ্গী, বড় হামলার  আশঙ্কা

বড় ধরনের জঙ্গী হামলার ঘটনা ঘটতে পারে ভারতে। সেই হামলার পরিকল্পনা নিয়ে জলপথে গোপনে গুজরাটে ঢুকে পড়েছে কমপক্ষে ১০ জন লস্কর-ই-তৈয়বা জঙ্গী। দুর্ধর্ষ এই জঙ্গীদের মধ্যে নারী জঙ্গীও রয়েছে। এরা ‘সুইসাইড বম্বার’ হিসেবে প্রশিক্ষিত। পাকিস্তানের প্রশাসন সূত্রেই এ খবর পাওয়া গেছে। খবর বাসসর। পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এ খবর দিয়েছেন। খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে দিল্লী। গুজরাটজুড়ে জারি করা হয়েছে ‘হাই এ্যালার্ট’। গোয়েন্দা সূত্র জানিয়েছে, সোমবার ‘শিবরাত্রি’ উৎসবের আগে-পরে ওই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। জঙ্গীরা সোমনাথ মন্দিরে হামলা চালাতে পারে। তাই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছে।
×