ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ত্রবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায় নিহত ১৩৫

প্রকাশিত: ০৪:৪৪, ৭ মার্চ ২০১৬

অস্ত্রবিরতির প্রথম সপ্তাহে সিরিয়ায়  নিহত ১৩৫

অস্ত্রবিরতি চুক্তির প্রথম সপ্তাহে সিরিয়ায় মোট ১৩৫ জন নিহত হয়েছে। ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শনিবার একথা জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন বিদ্রোহী ও ইসলামপন্থী যোদ্ধা এবং সাত শিশুসহ ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়া শান্তি আলোচনা পুনরায় শুরুর জাতিসংঘের প্রচেষ্টার মাত্র কয়েকদিন আগে মানবাধিকার সংস্থাটি অস্ত্রবিরতির এমন ভঙ্গুর অবস্থা তুলে ধরল। সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দি মিসতুরা বলেছেন, শান্তি আলোচনা মূলত সোমবার থেকেই জেনেভায় শুরু হওয়ার কথা থাকলেও চলতি সপ্তাহের শেষদিকে আলোচনা আয়োজন করা হয়েছে এবং বুধবার থেকে প্রতিনিধিরা জেনেভায় পৌঁছাবেন। জাতিসংঘ বলেছে, যৌক্তিক ও কৌশলগত কারণে আলোচনা শুরু করতে বিলম্ব হচ্ছে এবং অস্ত্রবিরতিও আরও থিতু হওয়ার প্রয়োজন। প্যান-আরব সংবাদপত্র আল হায়াতকে দেয়া এক সাক্ষাতকারে মিসতুরা বলেছেন, আগামী ১০ মার্চ আমরা আলোচনা শুরু করব। তবে দামেস্কপন্থী লেবানিজ টিভি চ্যানেল আল-মাইয়াদিন বলেছে, আলোচনা ১৩ মার্চ পর্যন্ত পিছিয়ে দেয়া হতে পারে। -ইয়াহু নিউজ, আল জাজিরা ও গার্ডিয়ান
×