ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক অঙ্গরাজ্যে জয়, দুটিতে পরাজয় হিলারির

ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ক্রুজ

প্রকাশিত: ০৪:৪৩, ৭ মার্চ ২০১৬

ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ক্রুজ

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই পর্বের সুপার স্যাটারডের ভোটে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটর টেড ক্রুজ কানসাস ও মেইন ককাসে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে দলীয় প্রচেষ্টার মধ্যে প্রধান বিকল্প প্রার্থী হওয়ার দাবি জোরালো করে তুলেছেন। ডেলিগেট হিসেবে পিছিয়ে থাকলেও ক্রুজ দাবি করেছেন, সমর্থনের জোয়ার এখন তার পক্ষে। শনিবার পাঁচটি অঙ্গরাজ্য- লুইজিয়ানা, নেব্রাস্কা, কানসাস, কেন্টাকি ও মেইনেতে দুইদলের প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে রিপাবলিকানরা চারটিতে আর ডেমোক্র্যাটরা তিনতে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের ফল প্রকাশ হওয়া মাত্রই ক্রুজ নিজেকে রিপাবলিকান দলের ‘নির্বাচনে হিলারিকে হারাতে সক্ষম’ এমন একমাত্র প্রার্থী হিসেবে দাবি করে দলের সমর্থকদের তার নেতৃত্বে ট্রাম্পের প্রার্থিতার বিরুদ্ধে এক হতে আহ্বান জানান। নিজেকে ট্রাম্পের চেয়েও ‘খাঁটি রক্ষণশীল’ বলে প্রচার চালানো ক্রুজ দাবি করেছেন, মনোনয়ন দৌড়ে ট্রাম্পকে ধরে ফেলার ক্ষেত্রে তিনি গতি সঞ্চার করছেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্প লুইজিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যে জয় পেয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। এদিকে ডেমোক্র্যাট দলের মনোনয়ন দৌড়ে তিন অঙ্গরাজ্যের মধ্যে লুইজিয়ানায় হিলারি ক্লিনটন বড় ব্যবধানে জয়ী হয়েছেন। কিন্তু নেব্রাস্কা ও কানসাসে অল্প ব্যবধানে হেরে গেছেন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের কাছে। হিলারি এ পর্যন্ত ১১টি অঙ্গরাজ্যে এবং স্যান্ডারস মোট সাতটি রাজ্যে জয় পেয়েছেন। লুইজিয়ানায় তার এ জয়ের মাধ্যমে আফ্রিকান-আমেরিকান ভোটারদের মধ্যে স্যান্ডারসকে সমর্থনের ঘাটতি ফুটে উঠেছে। এই অঙ্গরাজ্যটিতে শনিবার সবচেয়ে বেশি ডেলিগেটরা ভোট দিয়েছেন। ভারমন্টের সিনেটর স্যান্ডারস দুই অঙ্গরাজ্যে জয়ের পরও হিলারির বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারেননি। কারণ হিলারি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ডেলিগেট ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প ও ক্রুজ ছাড়া দিনটি অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের জন্য সুখকর ছিল না। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ও ওহিও অঙ্গরাজ্যের গবর্নর জন কাসিচ কোন জয় পাননি। এতে রিপাবলিকান পার্টির অভ্যন্তরে ট্রাম্প-বিরোধী অংশকে নেতৃত্ব দেয়ার লড়াইয়ে তারা ক্রুজের পেছনে পড়ে গেছেন।
×