ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দলীয় ফান্ডে চাঁদা দাবি কুমিল্লায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ০৪:০৭, ৭ মার্চ ২০১৬

দলীয় ফান্ডে চাঁদা দাবি  কুমিল্লায় নির্বাচন  থেকে সরে দাঁড়ালেন  চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ মার্চ ॥ মনোনয়ন দিয়ে দলীয় ফান্ডের নামে সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর মোটা অংকের চাঁদা দাবি এবং হুমকি দেয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওই ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থী। সংবাদ সম্মেলনে ওই চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে জানান, দলের তৃণমূলের নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছে এবং বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়ে গণসংযোগ চালিয়ে আসছিলাম। দল থেকে মনোনয়ন দেয়ার পর বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী আমার কাছে দলীয় ফান্ডের নামে ১০ লাখ টাকা দাবি করেন। আমি তাকে বাড়ি থেকে এনে ২ লাখ টাকা নগদ প্রদান করি। এ সময় বাকি টাকা চাইলে আমি তাকে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকার ২টি চেক প্রদান করি। বর্তমানে চেকের ওই টাকা প্রদানের জন্য তিনি ও তার লোকজন আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
×