ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডুবে যাওয়া নৌযান শনাক্তকরণ মেশিন আবিষ্কার

প্রকাশিত: ০৪:০৫, ৭ মার্চ ২০১৬

ডুবে যাওয়া নৌযান  শনাক্তকরণ মেশিন আবিষ্কার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৬ মার্চ ॥ মোটরসাইকেল মেকার শফিকুল ডুবে যাওয়া নৌযান শনাক্তকরণ মেশিন আবিষ্কার করেছেন। নব আবিষ্কৃত যন্ত্রটির নাম দেয়া হয়েছে ‘সোনার বাংলা ডিজিটাল মেশিন’। শফিকুল চুয়াডাঙ্গা শহরের মাস্টার পাড়ার মুনছুর আলীর ছেলে। শহরের একাডেমি মোড়ে মোটরসাইকেল মেকানিকের দোকানের পাশাপাশি সৃষ্টিশীল বিষয় নিয়ে ভাবতে থাকেন। সেই ভাবনা থেকে কয়েকবছর গবেষণা চালিয়ে শফিকুল এ যন্ত্রটি আবিষ্কার করেন। দুই থেকে আড়াই ফুট উচ্চতার ১০ কেজি ওজনের ‘সোনার বাংলা ডিজিটাল মেশিনটি’ যে কোন নৌযানে লাগানো যাবে। নৌযানটি আকস্মিক দুর্ঘটনায় ডুবে গেলে, নৌযানে সংযুক্ত শনাক্তকরণ মেশিনের একটি অংশ নৌযানের সঙ্গে নিচে চলে যাবে। অপর অংশটি আলাদা হয়ে ডুবে থাকা নৌযানের সোজাসুজি পানির উপরে ভাসবে। লাইট সংযুক্ত থাকায় রাতের বেলায়ও আলো জ্বলার কারণে নৌযান শনাক্ত করা যাবে। যন্ত্রটি দুইটি ভাগে বিভক্ত। তার দিয়ে একটির সঙ্গে অপরটির সংযুক্ত করা। আবিষ্কারক শফিক বলেন, প্লাস্টিকে মোড়ানো এ যন্ত্রটির ভেতরে লোহা, চুম্বক, ৩.৮ ভোল্টের একটি চার্জার ব্যাটারি ও উপরে ৩টি ভাল্ব আছে। তৈরি করতে খরচ হচ্ছে ১৫-২০ হাজার টাকা। এ আবিষ্কারটি তিনি সরকারের হাতে তুলে দিতে চান।
×