ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্কে দুই রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ০৪:০৪, ৭ মার্চ ২০১৬

কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্কে দুই রাজমিস্ত্রির  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৬ মার্চ ॥ কুষ্টিয়ায় সেপটিক ট্যাঙ্কে বিষক্রিয়ায় দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এরা হলেন শাহীন (২৭) ও আশিক (৩০)। এ ঘটনায় মিঠু নামে আরও একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরতলীর জগতি এলাকায় আনিস মোল্লার বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জগতি এলাকার আনিস মোল্লার নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা তৈরির কাজ করছিলেন রাজমিস্ত্রিরা। সকালে ট্যাংকের ভেতরে পড়ে থাকা কাঠ ও বাঁশ বের করার জন্য শাহীন ও আশিক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ওপরে থাকা মিঠু মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শাহীন ও আশিককে মৃত ঘোষণা করেন। মিঠু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে জানা গেছে।
×