ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মানিলন্ডারিং মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

প্রকাশিত: ০৪:০৩, ৭ মার্চ ২০১৬

চট্টগ্রামে মানিলন্ডারিং  মামলায় ব্যাংক  কর্মকর্তা কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মানিলন্ডারিং মামলায় চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মোঃ শাহনুরের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কবির নামের এ কর্মকর্তা। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জানান, ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কবির ছিলেন ইউসিবিএলের প্রতিষ্ঠান জিওটিক সার্ভে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারকারী এক গ্রাহককে অনৈতিক পন্থায় ঋণ পাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে ২০১৩ সালের ২৪ জানুয়ারি নগরীর কোতোয়ালি থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামি আলী আব্বাস কারাগারে রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকের কাছে বন্ধকীকৃত সম্পত্তি বন্ধকী নয় মর্মে সত্যায়িত করে খাদ্যশস্য আমদানির নিমিত্তে বিএনপি নেতা ও আমদানিকারক আলী আব্বাসকে ইউসিবিএল খাতুনগঞ্জ শাখা থেকে ১৮ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৫২১ টাকা ঋণ পাইয়ে দেন। ঘটনাটি ঘটে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের জুন মাসের মধ্যে। পরবর্তী সময়ে এই পুরো অর্থ বিদেশে পাচার করা হয়। এ ঘটনায় দুদক মূল ঋণগ্রহীতা আলী আব্বাসকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
×