ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৫ থেকে ২০ জনের গ্রুপ কাজ করছে

বায়েজিদ এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র

প্রকাশিত: ০৪:০৩, ৭ মার্চ ২০১৬

বায়েজিদ এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হতদরিদ্র ও গার্মেন্টসকর্মীদের টার্গেট করে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় একাধিক ছিনতাইকারী চক্র সংগঠিত হয়েছে। গার্মেন্টসের নারী কর্মীদের উত্ত্যক্ত করাসহ প্রেম নিবেদনের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। পুলিশের তদন্তে প্রথম পর্যায়ে ছয় ছিনতাইকারীর নাম উঠে এলেও মূলত এর পেছনে ১৫ থেকে ২০ জনের গ্রুপ কাজ করছে বলে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে বায়েজিদের পাহাড়ী এলাকায় এদের বসবাস এবং আকস্মিক ছিনতাইয়ের অপ্রতিরোধ্য কৌশলে কাজ করছে তারা। ফলে দিনের বেলায় এদের দেখা মেলে বিভিন্ন কর্মস্থলে। কিন্তু সন্ধ্যার পর তারা বিচরণ করে পাহাড়ের ঢালে ঢালে। হতদরিদ্র ও গার্মেন্টসকর্মীদের ভয় দেখিয়ে ছিনতাইয়ের অপচেষ্টায় মেতে ওঠে। বায়েজিদ থানার বাংলাবাজার, শেরশাহ, এ্যাডভোকেট কলোনি, কালাপাহাড়সহ বেশ কয়েকটি এলাকার পাহাড়ের পাদদেশে ও চূড়ায় বসবাস করে প্রায় তিন হাজার পরিবার। এছাড়াও বায়েজিদ থানার সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় দীর্ঘদিন ধরে ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেÑ এমন অভিযোগ ছিল পুলিশের কাছে। এমনই অভিযোগের সূত্র ধরে বায়েজিদ থানা পুলিশের বিভিন্ন টিম শেরশাহ এলাকার সাংবাদিক হাউজিং সোসাইটিসহ বাংলাবাজার এলাকায় পাহারা জোরদার করে। এছাড়াও স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতদের একটি তালিকা প্রস্তুত করা হয়। এ তালিকায় প্রায় ৩০ জনের নাম রয়েছে। এর মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ডাকাতির প্রস্তুতির মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বায়েজিদ থানার ওসি মহসিন জানান, মূলত গ্রেফতারকৃতরা কাজের ফাঁকে বা ছুটির দিনে এ পেশার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রতিদিনের কাজ শেষে বাড়তি আয়ের জন্য তারা এ পেশায় নেমেছে। তাদের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের একটি তালিকা পাওয়া গেছে। অল্প সময়ের মধ্যে এ অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
×