ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কার্ডে এককালীন পাসওয়ার্ড

প্রকাশিত: ০৩:৪৩, ৭ মার্চ ২০১৬

কার্ডে এককালীন পাসওয়ার্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ কার্ড সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে চিপ ও পিন-বেজড কার্ড ইস্যু করা এবং এককালীন পাসওয়ার্ড সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যৌথ সভা তিন বছর ধরে বন্ধ এইচএম এরশাদ, কক্সবাজার ॥ বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যৌথসভা অনুষ্ঠান কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় ৩ বছর ধরে। সর্বশেষ ২০১৩ সালের ১৮ মে টেকনাফের সী-বিচ এলাকায় অভিজাত হোটেল সেন্ট্রাল রিসোর্টে বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ৭তম সভা অনুষ্ঠিত হয়েছিল। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ এ সভা পরবর্তী কখন অনুষ্ঠিত হবে মিয়ানমারের কাছ থেকে তারও কোন নিশ্চয়তা মিলছে না বলে তথ্য মিলেছে। বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ৮ম পূর্ব নির্ধারিত সভা ২০১৪ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিয়ানমারের মংডু টাউনশিপে। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ অনিবার্য কারণে আমন্ত্রণ স্থগিত করে ওই সময়। তাছাড়া সভার পরবর্তী তারিখও জানানো হয়নি। ফলে মিয়ানমারের অনাগ্রহের কারণে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ২০১১সালে পৃথক ৫টি সভা অনুষ্ঠিত হয় দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে। দীর্ঘ ৩ বছর ধরে একাধারে এ সভা না হওয়ায় টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্তসমূহ ঝুলে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১ম সভা অনুষ্ঠিত হয়েছিল টেকনাফের সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে ১ মে ২০১১ সালে। একই বছরের ৭ জুলাই ২য় সভা অনুষ্ঠিত হয়েছিল মিয়ানমারের মংডু টাউনশিপে। এই সভা দুটিতে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছিলেন তৎকালীন টেকনাফের ইউএনও আনম নাজিম উদ্দিন।
×