ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পেশাভিত্তিক’ শ্রেষ্ঠ করদাতার সম্মাননা চালুর উদ্যোগ

৩০৩ শ্রেষ্ঠ করদাতাকে ‘আলাদাভাবে’ সম্মাননা দেবে এনবিআর

প্রকাশিত: ০৩:৪৩, ৭ মার্চ ২০১৬

৩০৩ শ্রেষ্ঠ করদাতাকে ‘আলাদাভাবে’ সম্মাননা  দেবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় জীবনে রাজস্ববান্ধব সংস্কৃতি চালু ও করদাতাদের উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো তরুণ, মহিলা ও সার্বিক- এ তিন ক্যাটাগরিতে ১০১ জন করে মোট ৩০৩ জন শ্রেষ্ঠ করদাতাকে ‘আলাদাভাবে’ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। একই সঙ্গে জাতীয় ও জেলা ক্যাটাগরিতে প্রতি বছর দেয়া শ্রেষ্ঠ করদাতার নীতিমালা সংশোধন করে ‘পেশাভিত্তিক’ শ্রেষ্ঠ করদাতার সম্মাননা চালুর চিন্তা করছে এনবিআর। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘জনকল্যাণে রাজস্ব’ সেøাগানে সারাদেশে রাজস্ববান্ধব সংস্কৃতি চালু করছি। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। মানুষ এখন কর দিতে চায়, আমরা তাদের পরিবেশ তৈরি করে দিচ্ছি। দেশের বিশাল একটি অংশ তরুণ ও মহিলা। এ অংশটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশীজন হতে চায়। রাজস্ব উন্নয়নের অক্সিজেন তরুণ ও মহিলারা উন্নয়নে অংশীদার হতে চায়। দিন দিন তরুণ ও মহিলা করদাতার সংখ্যা বাড়ছে। তাদের উৎসাহ প্রদানে প্রথমবারের মতো ১০১ জন তরুণ ও ১০১ জন মহিলা করদাতাকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা দেয়া হবে। একই সঙ্গে সার্বিক বিবেচনায় আরও ১০১ জন শ্রেষ্ঠ করদাতা পাবেন এ সম্মাননা। তারা শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, নক্সাবিদ, সরকারী চাকরিজীবী, আইনজীবীসহ যে কোন পেশার হতে পারেন। গত অর্থবছরের জমাকৃত আয়কর বিবরণী ও কর প্রদানের ভিত্তিতে এ সম্মাননার জন্য সারাদেশ থেকে তিন ক্যাটাগরিতে মোট ৩০৩ জনকে বাছাই করা হবে। চেয়ারম্যান জানান, সারাদেশ থেকে শীঘ্রই বাছাই প্রক্রিয়া শুরু ও সম্মাননা দেয়া হবে। এর মাধ্যমে আমরা মনে করি, নতুন একটি যুগে প্রবেশ করবে এনবিআর। ‘জাতীয় ট্যাক্স কার্ড প্রদান নীতিমালা-২০১০’ অনুযায়ী প্রতি বছর জাতীয় পর্যায়ে ১০ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ করদাতার পুরস্কার হিসেবে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করে আসছে এনবিআর। রাষ্ট্রীয় কোষাগারে ব্যক্তি পর্যায়ে সাড়ে চার কোটি ও প্রতিষ্ঠান আড়াই শ’ কোটি টাকা দিলে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা হিসেবে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়। এছাড়া নীতিমালা অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় তিনজনকে দীর্ঘমেয়াদী ও দু’জনকে স্বল্পমেয়াদী এবং জেলা পর্যায়ে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেয়া হয়। এ ট্যাক্স কার্ডধারীরা ভিআইপির মর্যাদা, জাতীয় অনুষ্ঠান, পৌরসভা ও সিটি কর্পোরেশনের অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান, রেলপথ ও জলপথে ভ্রমণ ও হাসপাতালে সুবিধা পেয়ে থাকেন। ‘পেশাভিত্তিক’ শ্রেষ্ঠ করদাতার সম্মাননা দেয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলেন, জাতীয় ও জেলা পর্যায়ে এ সম্মাননা দেয়ার ক্ষেত্রে অনেক করদাতা বঞ্চিত হয়ে নিরুৎসাহিত হয়। দেখা যায়, বেশি কর দিয়ে শুধু ব্যবসায়ী বা প্রতিষ্ঠান প্রতি বছর সম্মাননা পায়। সেক্ষেত্রে কর প্রদানের প্রতিযোগিতা কমে যায়। আমরা পেশাভিত্তিক এ সুবিধা চালু করতে চাই। শিক্ষক, প্রকৌশলী, নক্সাবিদ, আইনজীবী, চিকিৎসক, চাকরিজীবী, ব্যবসায়ী- এভাবে সব পেশার আলাদা আলাদা সম্মাননা দিলে কর প্রদানে সব পেশাজীবীরা উৎসাহ পাবেন। কমে যাবে কর ফাঁকির মতো ব্যাধি। এজন্য ‘জাতীয় ট্যাক্স কার্ড প্রদান নীতিমালা’ সংশোধন করা হচ্ছে।
×