ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতি বছর দেশে ১০ হাজার কোটি টাকার ইলিশ উৎপাদন

প্রকাশিত: ০৩:৪২, ৭ মার্চ ২০১৬

প্রতি বছর দেশে ১০ হাজার কোটি টাকার ইলিশ উৎপাদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রতিবছর প্রায় তিন লাখ ৪৬ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। রবিবার রাজধানীর মৎস্য ভবনে ‘ইলিশ সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় উপস্থাপিত এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান। তিনি বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশ মাছের অবদান প্রায় ১২ শতাংশ। প্রতি বছর প্রায় তিন লাখ ৪৬ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হচ্ছে, যার বাজারমূল্য ১০ হাজার কোটি টাকার বেশি। আনিছুর রহমান বলেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইলিশ মাছের অবদান প্রায় ১ শতাংশ। প্রতি বছর ইলিশ মাছ রফতানিতে ২৫০ থেকে ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। জাটকা সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠাসহ বিভিন্ন ব্যবস্থাপনা পদ্ধতি নেয়ায় ইলিশের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলমান ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে চার লাখ মেট্রিক টন হবে, যার বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা বলে উল্লেখ করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ওই প্রতিবেদনে। কর্মশালায় আরও উপস্থিতÑ ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, ওর্য়াল্ড ফিশের পরচিালক ড. ক্রইেগ মাইজনার প্রমুখ।
×