ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অরিজিতের কনসার্ট ১০ মার্চ

প্রকাশিত: ০৩:১০, ৭ মার্চ ২০১৬

অরিজিতের কনসার্ট  ১০ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্টের আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন্স। শিল্পীর সঙ্গে থাকছে সিম্ফনি অর্কেস্ট্রা। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ফ্রেশ প্রেজেন্টস অরিজিৎ সিং উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এ কনসার্ট শুরু হবে আগামী ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায়। অরিজিৎ সিং এর আগেও একাধিকবার ঢাকার কনসার্টে গান গেয়েছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ এখন বলিউডের দারুণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এই তারকার জনপ্রিয় গানের তালিকায় আছে ‘তুম হি হো’ (আশিকি ২), ‘মুসকুরানে’ (সিটি লাইটস), ‘কাভি জো বাদল বারসে’ (জ্যাকপট), ‘হামদর্দ’ (এক ভিলেন), ‘সামঝাওয়া’ (হাম্পটি শর্মা কি দুলহানিয়া), ‘সনম রে’ (সনম রে), ‘বোঝে না সে বোঝে না’ ও ‘নারে না’ (বোঝে না সে বোঝে না), ‘মন মাঝি রে’ (বস), ‘কী করে তোকে বলবো’ (রংবাজ), ‘পারবো না’ (বরবাদ)। সম্প্রতি বাংলাদেশের চলচ্চিত্রেও গান গেয়েছেন অরিজিৎ। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের একটি গান গেয়েছেন তিনি। চলচ্চিত্রটির নির্মাণ প্রায় শেষের পথে। এ বছরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পেতে পারে। আয়োজকসূত্রে জানা যায়, অনুষ্ঠানটির টিকেট অনলাইনে কেনা যাবে টিকেটচাই ডটকম (িি.িঃরপশবঃপযধর.পড়স) থেকে।
×