ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আব্দুল জব্বার খানের ওপর নির্মিতব্য

‘সেলুলয়েডের অশ্বারোহী’ প্রামাণ্যচিত্রের মহরত

প্রকাশিত: ০৩:০৯, ৭ মার্চ ২০১৬

‘সেলুলয়েডের অশ্বারোহী’ প্রামাণ্যচিত্রের মহরত

সংস্কৃতি ডেস্ক ॥ আমাদের দেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রের সফল নির্মাতা আব্দুল জব্বার খান (১৯১৬-১৯৯৩)। ষাট বছর আগে ‘মুখ ও মুখোশ’ (১৯৫৬) নির্মাণ ও মুক্তির মধ্য দিয়ে যাঁর হাত ধরে আমাদের এই ভূখ-ে চলচ্চিত্র শিল্পের সূচনা হয়েছিল তিনি আব্দুল জব্বার খান। আর সেই চলচ্চিত্রই এদেশে চলচ্চিত্র শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল উন্মোচিত করেছিল নতুন এক সম্ভাবনার দিগন্ত। মহান সেই ব্যক্তিত্বের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিতব্য ‘সেলুলয়েডের অশ্বারোহী’ শীর্ষক প্রামাণ্যচিত্রের মহরত অনুষ্ঠিত হলো। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসা গ্রামের আব্দুল জব্বার খান মুক্তমঞ্চে মহরতের আয়োজন করা হয়। প্রামাণ্যচলচ্চিত্রটি পরিচালনা করবেন চিত্রপরিচালক শাহীন মাহ্মুদ। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ উল আলম লেনিন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রকাশক মাযহারুল ইসলাম এবং আব্দুল জব্বার খানের পরিবারবর্গ।
×