ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে ‘চিহ্ন মেলা’ শুরু আজ

প্রকাশিত: ০৩:০৯, ৭ মার্চ ২০১৬

রাবিতে ‘চিহ্ন মেলা’ শুরু আজ

রাবি সংবাদদাতা ॥ দেশ-বিদেশের স্বনামধন্য তিন শতাধিক বাংলাভাষী লেখক-সম্পাদকের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘চিহ্নমেলা-বিশ্ববাংলা ২০১৬’। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে শুরু হতে যাওয়া এ মেলায় সর্বমোট ১১০টি ছোট কাগজের স্টল অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছোট কাগজের পত্রিকা ‘চিহ্ন’ এই মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। আয়োজক সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন দেশবরেণ্য লেখক অধ্যাপক আনিসুজ্জামান ও সেলিনা হোসেন। এ সময় উপস্থিত থাকবেন অধ্যাপক হাসান আজিজুল হক, সনৎকুমার সাহা, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান প্রমুখ। পরে একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। বেলা ১১টায় শহীদুল্লাহ কলাভবন চত্বরের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাঙালির চোখে শ্রেষ্ঠ বাঙালি’ শীর্ষক আড্ডা। বিকেলে ঐতিহাসিক ৭ মার্চের স্মরণে কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিহ্নপ্রধান ও রাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শহীদ ইকবাল বলেন, দেশের সৎ ও মেধাবী লেখকদের জনসম্মুখে তুলে নিয়ে আসতে চিহ্ন তিন বছর পরপর এই মেলার আয়োজন করে থাকে। মেলায় দেশের ৬৪টি জেলা থেকে আসা ছোট কাগজের ৮৪টি স্টল থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে আরও ২৮টি স্টল অংশ নেবে। তিনি আরও বলেন, মেলার দ্বিতীয় দিন সন্ধ্যায় সাহিত্যের সৃজনশীল ও মননশীল শ্রেণীতে দুই সাহিত্যিককে চিহ্ন পুরস্কার-২০১৬ হিসেবে নগদ ২৫ হাজার টাকা ও একটি সম্মাননা সনদ প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের মোট সাতটি ছোট কাগজকে সম্মাননা প্রদান করা হবে।
×