ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাদ্য অধিদফতরের মহাপরিচালককে শোকজ

প্রকাশিত: ০৯:১০, ৬ মার্চ ২০১৬

খাদ্য অধিদফতরের মহাপরিচালককে শোকজ

সংসদ রিপোর্টার ॥ খাবার অনুপযোগী গম আমদানিসহ দাফতরিক কাজে বিধান না মানার অভিযোগ এনে খাদ্য অধিদফতরের মহাপরিচালক ফয়েজ আহমেদকে শোকজ করেছে খাদ্য মন্ত্রণালয়। বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়ে মহাপরিচালককে জবাব দেয়ার জন্য ১০ দিন সময় বেঁধে দেয়া হলেও তিনি সাড়া দেননি। বিষয়টি নিয়ে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনাও হয়েছে। কমিটি শোকজের জবাব না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় শোকজের কপি দিয়েছে সংসদীয় কমিটিকে। সেখানে বলা হয়েছে, খাদ্য অধিদফতর খাদ্য মন্ত্রণালয়াধীন একটি সংযুক্ত দফতর। সম্প্রতি মন্ত্রণালয়ের সঙ্গে খাদ্য অধিদফতরের পত্র যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রম/কার্যকলাপে প্রচলিত বিধিবিধান/পদ্ধতির ধারাবাহিক ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। শোকজ চিঠিতে ৫টি বিষয় উল্লেখ করা হয়েছে।
×