ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেয়র সাঈদ খোকন ও এমপি সাবের নাগরিকদের মুখোমুখি

প্রকাশিত: ০৮:৪৭, ৬ মার্চ ২০১৬

মেয়র সাঈদ খোকন  ও এমপি সাবের  নাগরিকদের  মুখোমুখি

স্টাফ রিপোর্টার ॥ প্রাত্যহিক জীবনে জনগণের নানাবিধ সমস্যা সরাসরি নাগরিকদের কাছ থেকে শুনতে মুখোমুখি হলেন ঢাকার দুই জনপ্রতিনিধি ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। জনপ্রতিনিধিদের কাছে পেয়ে নাগরিকগণও তুলে ধরেন তাদের এলাকার নানা সমস্যা। ভাঙ্গাচোরা রাস্তা, মশার উপদ্রব, অকেজো সড়কবাতি, বর্ষায় জলাবদ্ধতা, গ্যাস লাইনের ত্রুটি, সরু রাস্তা-ঘাট, রাস্তা ও ফুটপাথ দখল, যানজট সমস্যা, মাদ্রাসার জমি দখল, মাদক ও সন্ত্রাসসহ নানা সমস্যা তুলে ধরেন তাদের কাছে। দুই জনপ্রতিনিধিও সেসব সমস্যা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। গতকাল শনিবার দুপুরে ডিএসসিসির ৬ নম্বর ওয়ার্ডের মুগদা ওয়াসা রোডে আয়োজিত পরিচ্ছন্ন বছর-২০১৬ ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থানীয় নানা শ্রেণী-পেশার সহস্রাধিক বাসিন্দা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জনতার উদ্দেশে বলেন, নির্বাচনের পূর্বে এলাকার উন্নয়নে মেয়র সাঈদ খোকন যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় মেয়র আজ আপনাদের সমস্যার কথা শুনতে নিজেই আপনাদের কাছে এসেছেন। আপনারা এলাকার স্বার্থে আপনাদের সমস্যা তুলে ধরবেন, সেগুলো সমাধান করা হবে। এখন থেকে মেয়র আপনাদের সমস্যা শুনতে নিজেই আপনার এলাকায় হাজির হবেন। এভাবে আমরা একটি নতুন সংস্কৃতি গড়ে তুলতে চাই। তিনি বলেন, শুধু ভোট দিয়েই আপনার কাজ শেষ নয়। জনপ্রতিনিধিকে সহায়তা করাও আপনার কাজ। এলাকার উন্নয়ন কাজ কোন নেতার বাড়ির পাশ দিয়ে নয়, এলাকার বৃহৎ জনগোষ্ঠীর জন্য যেন হয়, সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে। কাজের মান যেন ভাল হয়, এজন্য কোন মস্তান বা সিন্ডিকেটের ঠিকাদার দ্বারা কাজ না করে যারা নিয়মিত কাজ করে সেসব ঠিকাদারকে দিয়েই কাজ করতে হবে। যানজট ও মাদকের বিষয়ে প্রশ্ন করলে সাবের হোসেন চৌধুরী বলেন, যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করতে হবে। এজন্য প্রয়োজন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা। জমি দিয়ে কেউ সহযোগিতা করলে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেব। আর যারা মাদকের সঙ্গে জড়িত তারা দেশ ও জাতির শত্রু। তারা কোন দলের হতে পারে না। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া আছে এই এলাকা থেকে মাদক চিরতরে নির্মূল করতে যা যা করা দরকার তার সবই করতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আমরা এলাকার উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছি। জায়গা পেলে স্থানীয়ভাবে আমরা খেলার মাঠ নির্মাণ করব। সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, নির্মাণ কাজে দুর্নীতি হওয়ার কারণে কাজ করার কয়েক মাস পরই আবার তা পূর্বের অবস্থায় ফিরে আসে। সেসব যেন আর না হয় সেজন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। কারণ কাজের মান যাচাই করাও আপনাদের কাজ। অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, আজ আমরা আপনাদের সমস্যার কথা শুনতে এসেছি। নির্বাচিত হওয়ার পর বিগত ৮ মাসে আমরা বেশকিছু উন্নয়নমূলক কাজ শুরু করেছি, কিছু চলমান আছে। আপনাদের এলাকার কী কী সমস্যা আছে, আগামীতে তা আমরা নিখুঁতভাবে সমাধান করতে চাই। আমরা রাজনীতির উর্ধে উঠে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। এরপর উপস্থিত জনতার অভিযোগ ও সমস্যার কথা শুনতে ফ্লোর উন্মুক্ত করলে, স্থানীয়রা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তা সমাধানের জন্য দুই জনপ্রতিনিধির আন্তরিক সহায়তা কামনা করেন। উপস্থিত জনতার পক্ষ থেকে ওই এলাকার ৮০ ভাগ সড়কবাতি না জ্বলার অভিযোগ করলে মেয়র ৭২ ঘণ্টার মধ্যে শতভাগ সড়কবাতি সচল করতে বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।
×