ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নভোচারীর উচ্চতা বৃদ্ধি

প্রকাশিত: ০৭:১০, ৬ মার্চ ২০১৬

নভোচারীর উচ্চতা বৃদ্ধি

মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রায় এক বছর কাটিয়ে গত বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে এসেছেন নভোচারী স্কট কেলি। এই দীর্ঘ সময় আইএসএসে থাকায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে গোল বেধেছে অন্য জায়গায়। এই সময়ে তার উচ্চতা বেড়েছে পাক্কা দুই ইঞ্চি। তবে মহাকাশে উচ্চতা বেড়ে যাওয়া শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় একটি স্বাভাবিক ঘটনা বলেই মনে করেন গবেষকরা। আইএসএসের অবস্থান পৃথিবীর কক্ষপথে হলেও এখানে অভিকর্ষণ বল কাজ করে না। তাই স্বাভাবিকভাবে মানুষের উচ্চতা কিছুটা বেড়ে যায়। খবরে বলা হয়েছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি বিশেষ উদ্দেশে স্কট কেলিকে মহাশূন্যে দীর্ঘ সময় রেখেছে। স্কটের যমজ ভাই হলেন মার্ক কেলি। যমজদের ওপর মহাকাশের প্রভাব নিয়ে গবেষণা করতে চায় নাসা। নাসা জানিয়েছে, স্কট যখন মহাকাশে ছিলেন তখন তার যমজ মার্ক ছিলেন পৃথিবীতে। এখন দুজনের মধ্যে গবেষণা করে জানা যাবে, মহাকাশে দীর্ঘ সময় থাকায় কোন ব্যক্তির শরীরে কী কী প্রভাব পড়ে। এই গবেষণার তথ্য কাজে দেবে মঙ্গল অভিযানে। ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানুষ নিয়ে অভিযান চালাতে চায় নাসা। -সিএনএন অবলম্বনে
×