ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৪৪, ৬ মার্চ ২০১৬

ক্যাম্পাস সংবাদ

শেকৃবিতে ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন দেশের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী যুগোপযোগী কোর্স কারিকুলাম প্রণয়ন করা আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোর্স কারিকুলাম উন্নতকরণ এবং বাস্তবসম্মত শিক্ষাদানের লক্ষ্যে তিন দিনব্যাপী ট্রেনিং প্রোগামে উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। গবেষণায় এ কাজগুলো বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ওয়েভসাইটের মাধ্যমে সংশ্লিষ্টদের বিশ্ববাসীকে জানানোর অনুরোধ করেন তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হাইয়ার এ্যাডুকেশন কোয়ালিটি এনহেনজমেন্ট প্রজেক্ট (হেকেপ) সিপি ৩৬৩৬-এর উদ্যোগে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ট্রেনিং প্রোগামে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো শহীদুর রশীদ ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী। এতে সভাপতিত্ব করেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন প্রফেসর. ড. রোকেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন সিপি-৩৬৩৬ সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর জুলফিকার আহমেদ রেজা। বিইউবিটিতে সেমিনার ‘বিশ্বায়নের যুগে বিশ্ব অর্থনীতি কিভাবে পরিবর্তিত হচ্ছে’ শিরোনামে গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের একাডেমি ফর গ্লোবাল বিজনেস এ্যাডভান্সমেন্টের প্রেসিডেন্ট এবং কুয়েত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেসের প্রফেসর ড. জাফর উদ্দীন আহ্মেদ। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর মোঃ আবু সালেহ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম কিভাবে সহায়তা করে তা নিয়ে আলোকপাত করেন। সেমিনারে বি ইউবিটি ট্রাস্টের সম্মানিত সভাপতি এএফএম সরওয়ার কামাল বিশ্বায়নের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন। বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য এবং একাডেমিক উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, যুগ্ম রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×