ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবজি বেচে সংসার

প্রকাশিত: ০৬:৪১, ৬ মার্চ ২০১৬

সবজি বেচে সংসার

কাঁচা বাজারের পাইকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ফেলে দেয়া নষ্ট ও পচা শাকসবজি কুড়িয়ে পরে সেগুলোকে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করে ছবির এই নারী। আর এখান থেকে পাওয়া অর্থ দিয়েই চালান নিজের সংসার। স্বামী রিক্সাচালক। স্বামীর যে আয় হয় তা দিয়ে দেন বাসা ভাড়া। অবশিষ্ট টাকা দিয়ে চালান দুই সন্তানের লেখাপড়া। রাজধানীর বাবুবাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×