ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু করল সাওল ফিটনেস সেন্টার

প্রকাশিত: ০৬:৩৯, ৬ মার্চ ২০১৬

যাত্রা শুরু করল সাওল ফিটনেস সেন্টার

বাংলাদেশে বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ সাওল হার্ট সেন্টারের উদ্যোগে যাত্রা শুরু করল স্বাস্থ্য সচেতন মহিলাদের জন্য ‘সাওল ফিটনেস সেন্টার’। শনিবার সন্ধ্যায় রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডে সেন্টারটি উদ্বোধন করা হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা নারীদের জন্য এক্সক্লুসিভ এই ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় বন্যা বলেন, ভেজাল খাদ্য এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে আমাদের শরীর আজ দুরারোগ্য ব্যাধির অভয়ারণ্যে পরিণত হয়েছে। অতি ওজন, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হার্টব্লক, মানসিক চাপের মতন মহাঘাতক রোগ দিন দিন বেড়েই চলেছে। এসব থেকে মুক্তি পেতে হলে আমাদের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তন অতি জরুরী হয়ে পড়েছে। রাষ্ট্র ও সমাজে নারীর যে ভূমিকা সেক্ষেত্রে তাদের সুস্থদেহ ও মন ছাড়া জাতির অর্থনীতি, সংস্কৃতিসহ কোনকিছুর অগ্রগতি সম্ভব নয়। নারীদের সুস্থদেহ ও সুস্থ মন অর্জনের জন্যে ‘সাওল ফিটনেস সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ্যারোবিক, জুমবা, ইয়োগা, মেডিটেশনসহ স্বাস্থ্য সুরক্ষার আধুনিক, মনোরম সাওল ফিটনেস সেন্টার স্বাস্থ্য সচেতন নারীদের সত্যিকার স্বপ্নের ঠিকানা হবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সাওল হার্ট সেন্টার এবং সাওল ফিটনেস সেন্টারের চেয়ারম্যান কবি মোহন রায়হান। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শেখ হাফিজুর রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্যামলীর প্রাক্তন সভাপতি ডিডি ঘোষাল, মেজর জেনারেল সার্জন জেনারেল (অব) বি কে সরকার, যুগ্মসচিব (ডিফেন্স) আবদুল হাকিম, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি আখতারুজ্জামান, ডাঃ এম এম রহমান, ডাঃ ফারহান আহমেদ ইমনসহ বরেণ্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি
×