ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক খেলা খেলতে চাই

প্রকাশিত: ০৬:৩৪, ৬ মার্চ ২০১৬

স্বাভাবিক খেলা খেলতে চাই

স্পোর্টস রিপোর্টার ॥ ষোলো কোটি মানুষের একটাই আশা, চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ। তা হতে পারলে উৎসবের রাত মিলবে আজ। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিততে পারলে মহাআনন্দে ‘নাচ-গানা’ও হবে। সবচেয়ে বেশি আনন্দ পাবেন, সুখ পাবেন বোধহয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার হাত ধরেই যে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জেতার ইতিহাস গড়বে বাংলাদেশ। মাশরাফি তাই বলে দিলেন, ‘জিতলে অসম্ভব ভাল লাগবে।’ আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে নামার আগে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শেষদিনের অনুশীলন সেরে নেন মাশরাফিবাহিনী। অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক। সেখানেই ফাইনাল নিয়ে নিজের এ অভিব্যক্তির কথা জানান মাশরাফি। * ম্যাচ প্রসঙ্গ- মাশরাফি বিন মর্তুজা ॥ এটা স্রেফ আরেকটি ম্যাচ। অবশ্যই এটা ফাইনাল, ফ্লেভার আলাদা হবেই। তবে আমরা অন্য সব ম্যাচের মতোই দেখছি। নিজেদের সেরাটা খেলতে চাই। গত ৩ ম্যাচে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই। * এশিয়ার পাওয়ার হাউস প্রসঙ্গÑ মাশরাফি ॥ শ্রীলঙ্কা কিন্তু এখনও টি২০র বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান চ্যাম্পিয়ন। এভাবে বলা তাই ঠিক না। এই টুর্নামেন্টে হয়ত ভাল করতে পারেনি, তবে তারা ভাল দল। এমনকি পাকিস্তানও। আমরা আগের চেয়ে ভাল খেলছি, কিন্তু এখনও উন্নতির অনেক কিছু আছে। বিশেষ করে টি২০তে। আমাদের লক্ষ্য সেটিই। এশিয়ান ‘পাওয়ার হাউজ’ হওয়া বা এই ধরনের কিছু নয়। * অধিনায়ক হিসেবে বড় ম্যাচ প্রসঙ্গÑ মাশরাফি ॥ অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ম্যাচ ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এটি (আজকের ফাইনাল) অন্যতম বড় ম্যাচ অবশ্যই। তবে তুলনা করলে সেই ম্যাচ আরও বড় ছিল। কারণ ৫০ ওভারের ক্রিকেট ও বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচ আরেকটু বড় ছিল। * চাপ থেকে মুক্ত প্রসঙ্গÑ মাশরাফি ॥ এসব আসলে আমাদের চিন্তা করার বিষয় না। পেশাদার হিসেবে আমরা পরিকল্পনা করতে পারি। আমাদের উচিত শুধু ম্যাচ নিয়েই ভাবা। আমরা সেটাই চাচ্ছি এবং করছি। ছেলেরা যতটা সম্ভব নরমাল থাকার চেষ্টা করছে। টুর্নামেন্টের শুরুতে একটা কথা আমি বলেছি যে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন দল হিসেবে ছিলাম না। আমরা চেয়েছিলাম যে, এশিয়া কাপের আগে যেভাবে খেলছিলাম, সেটায় যেন উন্নতি করতে পারি। গ্রাফটা উর্ধমুখী মানে এই না যে আমরা বড় দল হয়ে গেছি। আমরা যেভাবে উন্নতি করছি, এরকম করতে থাকলে আমরা ভাল করতে পারব। * ভারত দল প্রসঙ্গÑ মাশরাফি ॥ দেখুন, ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে কোন প্রশ্নই নেই। ওদের টপ ৬ ব্যাটসম্যানই বিশ্বমানের। বিশেষ করে ওয়ানডে ও টি২০তে। টেস্টেও অনেকেই আছেন। কোন সন্দেহ নেই যে সুনির্দিষ্ট কোন জায়গায় আটকানোর সুযোগ নেই। প্রথম ওভার থেকে ২০ ওভার পর্যন্ত ভাল বোলিং করতে হবে। ওরা অবশ্যই চার্জ করবে। আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। সুতরাং সুনির্দিষ্ট কোন জায়গায় তাকিয়ে নেই। তবে এই ধরনের ম্যাচে প্রথম ৬ ওভার বা শেষে ড্যামেজগুলো হয়। সেদিকে ফোকাস বেশি থাকবে। * বাংলাদেশ ক্রিকেটে শক্তি প্রসঙ্গÑ মাশরাফি ॥ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি দর্শক। সবসময়ই ছিল। এখনও আছে। দর্শক না থাকলে আমরা এতটা অনুপ্রাণিত হতাম না। আমাদের ক্রিকেট এই পর্যন্ত আসার পেছনে জনসাধারণের অনেক অবদান আছে। অনেক ত্যাগও আছে। এটা আমাদের জন্য ভাল একটি সুযোগও। আমরা যদি ভাল খেলতে পারি, ভাল কিছু করতে পারি, তাহলে অবশ্যই সবাই খুশি হবে। আমাদের জন্য তাই দারুণ সুযোগ। * আবেগ প্রসঙ্গÑ মাশরাফি ॥ আবেগ থাকা খুবই স্বাভাবিক। কারণ, আমরা সবসময়ই এরকম সুযোগ পাই না। তারপর আবার দেশের মাটিতে খেলা। আর রবিশাস্ত্রী (ভারতের টিম ডিরেক্টর) যেটা বলেছেন, উনাদের জন্য হয়তো আর দশটা ম্যাচের মতো নেয়া সহজ। কারণ, এই ধরনের টুর্নামেন্টে অনেকবারই তারা ফাইনাল খেলেছে। বিগ হাইপ ম্যাচ খেলেছে। তাদের জন্য যতটা সহজ, আমাদের জন্য আর দশটা ম্যাচের মতো নেয়া অতটা সহজ নয়। তারপরও চেষ্টা করছি যতটা নরমাল থেকে ক্রিকেট খেলা যায়। * ২০১২ ফাইনালের মতো পরিস্থিতি প্রসঙ্গÑ মাশরাফি ॥ ওরকম পরিস্থিতি হলে হয়তো বেটার হবে। তবে এভাবে বলতে পারব না যে চার বছর আগের সেই ফাইনালে অত কাছে গিয়েছি বলেই এবার আমরা চ্যাম্পিয়ন হব। তবে যদি ক্লোজ হয়, ওরবকম পরিস্থিতি হলে হয়তো চার বছর আগের তুলনায় ভাল করতে পারব। কিন্তু আবার বলছি, টি২০ খেলাটাই হলো সুনির্দিস্ট দিনে যে ভাল খেলবে, সেই জিতবে। * ভারতকে হারানোর বাস্তব সম্ভাবনা প্রসঙ্গÑ মাশরাফি ॥ শক্তির জায়গাগুলো বলতে আমাদের বেশ ক’জন তরুণ ক্রিকেটার আছে। তারা যে শুধু সম্ভাবনাময় তাই নয়; সেই সম্ভাবনাকে তারা কাজে লাগাতে পারছে। এটাই খুব গুরুত্বপূর্ণ। আর ভারত-বাংলাদেশের ফাইনাল ম্যাচে কিন্তু ভারত পরিষ্কার ফেবারিট। এটা সবাই জানে। এখানে আলাদা করে চিন্তা করার সুযোগ নেই। আমরা একটা দল হিসেবে খেলছি। টি২০তে এখনও আমরা সে রকম ক্রিকেটার গড়ে তুলতে পারিনি, যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। গত দুটি ম্যাচ আমরা দল হিসেবে খেলে জিতেছি। এই মুহূর্তে আমাদের দলীয় একতা দারুণ। সেটাকেই রাখতে চাই। আর অবশ্যই খুব ভাল সুযোগ, দর্শক, মাঠ, ড্রেসিং রুম, সব আমাদের পক্ষে। তবে এটাই শেষ কথা নয়, সব কিছু পক্ষে থাকলেই যে দিন আমাদের হবে, এটার নিশ্চয়তা নেই। * বোলার প্রসঙ্গÑ মাশরাফি ॥ মুস্তাফিজকে ছাড়া খেলছি। মানে এই মুহূর্তে আমরা আমাদের সেরা বোলারকে ছাড়া খেলছি। কিন্তু মুস্তাফিজের জায়গায় গত মাচে দেখেন, তাসকিন-আল আমিন সবাই ভালা করেছে। এটা একটা দলের জন্য ভাল ব্যাপার যে, সেরা বোলারটি না থাকার পরও অন্যরা দায়িত্ব নিচ্ছে ও পারফর্ম করছে। এটা ভাল লক্ষণ। * ব্যাটসম্যান প্রসঙ্গÑ মাশরাফি ॥ আমি বিশ্বাস করি আমাদের ভাল ক্রিকেটার আছে। বিশেষ করে টপঅর্ডারে। সাকিব-তামিম-সৌম্য-সাব্বির-মুশফিক সবাই ম্যাচ বদলে দিতে পারে। অবশ্যই টি২০তে আরেকটা জায়গা আছে। সাত-আটে নেমে ম্যাচের গতি বদলে দিতে পারা। সেখানে আমাদের এখন বিশ্বমানের কেউ নেই। তবে টপঅর্ডারে বিশ্বমানের ব্যাটসম্যান আছে। * ১ নম্বর আর ১০ নম্বরের লড়াই প্রসঙ্গÑ মাশরাফি ॥ খেলার মাঠে আমরা শতভাগ দিয়েই চেষ্টা করব। নিজেদের যা করণীয়, সেটার সর্বোচ্চটা করার চেষ্টা করব। ভাগ্যের আশায়ও কিছুটা আছি আমরা। ভাগ্যকে পাশে পেলে ম্যাচ অবশ্যই আমাদের দিকে আসতে পারে। * দেশের মাটিতে শেষ টি২০ ম্যাচ প্রসঙ্গÑ মাশরাফি ॥ কে বলেছে শেষ ম্যাচ? অনেকে বলেছে, আমি তো বলিনি! আমাদের জন্য বড় একটি ম্যাচ। আমার শুরু বা শেষ কোন ব্যাপার নয়। বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ম্যাচ। আমরা সর্বোচ্চটা চেষ্টা করব। * খেই হারিয়ে ফেলা প্রসঙ্গÑ মাশরাফি ॥ এই ধরনের টুর্নামেন্টে আমাদের ফাইনাল খেলা খুব বিরল। এই রকম পরিস্থিতিতে একটা সুযোগ থাকে অনেক সময় ‘পাজলড’ হয়ে যাওয়ার। মাথা কাজ না করা বা এই পরিস্থিতিতে পড়লে কি করতে হবে। তবে আমি মনে করি, এই ধরনের ফাইনাল তারাই জেতে যারা সিদ্ধান্ত নিতে ভুল করে না। সিদ্ধান্ত মানে প্রয়োজনের সময় আগ্রাসী সিদ্ধান্ত নিতে কখনও সংশয়ে ভোগে না। আমরা চেষ্টা করব যেভাবে খেলেছি, সেভাবেই ফ্রিডম নিয়ে খেলার। এতবড় হাইপের ম্যাচ খেলার অভ্যাস যেহেতু খুব বেশি নেই, আমরা চেষ্টা করছি চাপটা থেকে যেন যতটা ম্ক্তু থাকা যায়। * না জিতলে প্রসঙ্গÑ মাশরাফি ॥ না জিতলে কিছুই না। আমি এটাই বিশ্বাস করি। এমন নয় যে, বাংলাদেশ ক্রিকেট এখানেই থেমে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের অনেক উজ্জ্বল ভবিষ্যত আছে। এই টুর্নামেন্ট খুব ভাল একটি বার্তা দিয়েছি যে, টি২০তেও আমরা এগিয়ে যাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। জিতলে অসম্ভব ভাল লাগবে। কিন্তু না জিতলে কিছুই না। আমরা ঠিকই সামনের দিকে এগিয়ে যাব এবং ভালো করব।
×