ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালে ঝিনাইদহ-নড়াইল মুখোমুখি

জাতীয় মহিলা হকি

প্রকাশিত: ০৬:৩৪, ৬ মার্চ ২০১৬

জাতীয় মহিলা হকি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় মহিলা হকি’ প্রতিযোগিতার সমাপনী দিন আজ। ফাইনালে ঝিনাইদহ জেলার মুখোমুখি হবে নড়াইল জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সোয়া ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। শনিবার সুপার লীগের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঝিনাইদহ জেলা ২-০ গোলে রাজশাহী জেলাকে হারায়। বিজয়ী দলের রোকসানা ও শারমিন আক্তার একটি করে গোল করেন। এই আসরের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। রানার্সআপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির সেরা পাঁচ খেলোয়াড়কে ওয়ালটনের হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এ্যান্ড এ্যাডমিন) এসএম জাহিদ হাসান ও ওয়ালটন গ্রুপের, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×