ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শঙ্কা কাটিয়ে আজ খেলছেন সাকিব

প্রকাশিত: ০৬:৩৩, ৬ মার্চ ২০১৬

শঙ্কা কাটিয়ে আজ খেলছেন  সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বসেরা অলরাউন্ডার। ক্ষুদ্রতম ক্রিকেট ফরমেট টি২০তে তিনি একইসঙ্গে ব্যাট ও বল হাতে কি করার সামর্থ্য রাখেন তা বিশ্বের সব প্রতিপক্ষই ওয়াকিবহাল। যদিও এবার চলমান টি২০ এশিয়া কাপে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। কিন্তু তার ওপর টাইগারদের যেমন আস্থার দৃষ্টিটা শেষ হয়নি, তেমনি ফাইনালের প্রতিপক্ষ ভারতীয় দলের জন্যও তিনি এখন পর্যন্ত চিন্তার কারণ! সেই সাকিবের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল শনিবার দুপুরে। অনুশীলনের সময় কুঁচকিতে টান লাগার পর সবার মনেই শঙ্কা ঘনীভূত হয় আজ ভারতের বিরুদ্ধে সাকিবের খেলা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত বিকেলে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়ে দেন চোট মারাত্মক নয় এবং আজ খেলবেন সাকিব। নাম অনুসারে সেভাবে জ্বলে উঠে ম্যাচজয়ী নৈপুণ্য দেখাতে পারেননি সাকিব। তবে গড়পড়তায় খুব খারাপও যায়নি এবারের এশিয়া কাপ। চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের প্রথম টি২০ বিজয়ের দিন ৩২ রানের একটি কার্যকর ইনিংস খেলেছেন ব্যাট হাতে। সাকিব বাংলাদেশ দলের জন্য অপরিহার্য এবং প্রতিপক্ষ দলের জন্য মাথাব্যথার কারণ। প্রথমবারের মতো কোন টি২০ টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ম্যাচের আগে শনিবার দুপুর থেকেই জোরালো অনুশীলনে নামে টাইগাররা। ব্যাটিং অনুশীলন করার সময় কুঁচকিতে টান লাগে সাকিবের। এমনকি শুক্রবারও অনুশীলনের সময় বাম উরুতে টান লেগেছিল সাকিবের। কিন্তু অনুশীলন চালিয়ে গেছেন। শনিবার একই সমস্যায় পড়ার পর প্রাথমিক অবস্থায় জানা যায়নি সাকিবের চোট কতটা গুরুতর। কিন্তু এদিন তাকে অনুশীলনে না নামারই পরামর্শ দিয়েছিলেন দলের ফিজিও। বিসিবির চিকিৎসক বায়েজিদুল এ বিষয়ে পরে বলেন, ‘ব্যথাটা সে গতকাল (শুক্রবার) পেয়েছে। ফলে আজ (শনিবার) সাকিবের অনুশীলনে নিষেধ ছিল। তারপরও ব্যথাটা কেমন তা বুঝতে সাকিব অনুশীলন করেছে। তবে সেটা অল্প কিছুক্ষণ। সব মিলিয়ে সে ভাল আছে। পরিস্থিতি কালকের (আজ) ম্যাচ না খেলার মতো নয়। সাকিব নতুন করে কোন ব্যথা পায়নি। আশা করছি ফাইনাল ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে। তার ব্যথাটা উরুতে।’
×