ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঠে নামছে আজ ইউনাইটেড লিভারপুল

প্রকাশিত: ০৬:৩৩, ৬ মার্চ ২০১৬

মাঠে নামছে আজ ইউনাইটেড লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ সুসময়ে ম্যানচেস্টার ইউনাইটেড! সবধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে শেষ চার ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয় লুইস ভ্যান গালের দলের। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান বিস্ময় জাগানিয়া দল লিচেস্টার সিটির। লীগের বাকি ম্যাচগুলোতে জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিঃসন্দেহেই পয়েন্ট টেবিলে উন্নতি হবে রেড ডেভিলদের। সেই লক্ষ্য নিয়েই আজ আবারও মাঠে নামছে ভ্যান গালের দল। ওয়েস্টব্রুম স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেস সফর করবে লিভারপুল। সম্প্রতিই সিটির কাছে হেরে ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা হাতছাড়া করেছে জার্গেন ক্লপের দল। যে কারণে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে ফেরাটা তাদের জন্য খুবই জরুরী। গত মাসের মাঝামাঝি সময়ে মিটশেলানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লীগে অখ্যাত দলের কাছে সেই পরাজয় যেন সতর্কবার্তাও দিয়ে যায় রেড ডেভিলদের। যে হার থেকে শিক্ষা নিয়েই এই মুহূর্তে দুর্দান্ত খেলছে ম্যানইউ। তবে ওয়েস্টব্রমউইচের বিপক্ষে মাঠে নামার আগে আরও বেশি ফুরফুরে লুইস ভ্যান গাল। কারণ ইনজুরি থেকে সেরে ইউনাইটেডের মূল দলে ফিরছেন মারোয়ানি ফেলাইনি, ফিল জোনস এবং এ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার মতো তারকারা। তাদের ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন দলের কোচ লুইস ভ্যান গাল নিজেই। তবে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে কোন রকমের ঝুঁকি নিতে চাইছেন না কোচ। এক সাক্ষাতকারে রেড ডেভিলদের ডাচ কোচ বলেন, ‘ফেলাইনি, ভ্যালেন্সিয়া ও জোন্স দলে ফিরছে। সাধারণত তারা এ ম্যাচে ফিরলে খেলার বর্তমান রিদম নষ্ট হবে। তবে আমরা তাদের অনুশীলন করাবো।’ চলতি মৌসুমের শুরু থেকেই বাজে সময় কাটাচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল এই দলটি। কিন্তু এই মুহূর্তে সেই দুর্দশা যেন ক্রমেই কাটিয়ে উঠছে তারা। টানা দুই ম্যাচ জিতে প্রিমিয়ার লীগেও ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা। এর মধ্যে একটি জয় ছিল শক্তিশালী আর্সেনালের বিপক্ষে। যে কারণে ওয়েস্টব্রমউইচের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী লুইস ভ্যান গাল। অথচ বাজে সময়ের কারণে ম্যানইউ থেকে বরখাস্ত হওয়ার দ্বারপ্রান্তেও চলে এসেছিলেন তিনি। তার জায়গায় কোচ হিসেবে নিয়োগ হওয়ার গুঞ্জন ছিল সাবেক চেলসির কোচ জোশে মরিনহোর। এদিকে প্রিমিয়ার লীগে বাজে সময় কাটছে লিভারপুলেরও। ২৭ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে অলরেডরা। তাই আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক ক্লাবটির কোচ জার্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। অথচ এবার বাজে সময় পার করছে তারা। চলতি মৌসুমে ইতোমধ্যেই প্রিমিয়ার লীগের শিরোপা হাতছাড়া নিশ্চিত হয়ে গেছে তাদের। এক সময় রেলিগেশনের খরায়ও পড়তে যাচ্ছিল তারা। তবে সেই খারাপ সময় থেকে দল বেরিয়ে এসেছে ব্লুজদের ফুটবলাররা। যাদের মধ্যে অন্যতম ছিলেন চেলসির সেরা তারকা ইডেন হ্যাজার্ড। তবে গুঞ্জন শুরু হয়েছে আগামী মৌসুমেই নতুন কোন ক্লাবে পাড়ি দিতে পারেন এই মিডফিল্ডার। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা প্রতিবেদনের ওপর ভিত্তিতে জানা গেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে চেলসিতে হ্যাজার্ডের জন্য বড় ধরনের প্রস্তাব এসেছে। যার কারণে বেলজিয়ান এ তারকা স্ট্যামফোর্ডব্রিজ ছাড়তে পারেন। এ প্রসঙ্গে হ্যাজার্ড বলেন, ‘ভবিষ্যত সব সময়ই এক রকম। সবাই ম্যাচ জিততে চায়। চায় শিরোপা জিততে। আমার বেলায়ও তেমনি। আমাদের দারুণ একটি দল রয়েছে। আর আশাকরি আমি আরও শিরোপা জিততে পারবো। আমি এখানে (চেলসি) সবসময়ই খুশি। এমনকি আমি যদি খারাপ খেলি, তাহলেও আমি খুশি। আমি জানি এটা ফুটবল। তবে আমি নিজের মুখে সব সময় হাসি দেখতে চাই।’
×