ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আজ হাসবে কি মুশফিকের ব্যাট?

প্রকাশিত: ০৬:৩২, ৬ মার্চ ২০১৬

আজ হাসবে কি মুশফিকের ব্যাট?

মোঃ মামুন রশীদ ॥ একইসঙ্গে তিন ফরমেটের অধিনায়ক ছিলেন। পাশাপাশি করতে হয়েছে পুরোটা সময় উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন। আবার তিনি দলের মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যানও। এত চাপের মধ্যে থেকে নিজেকে যেমন হারিয়ে ফেলছিলেন, তেমনি দলও সাফল্য পাচ্ছিল না। তবে মুশফিকুর রহীমের কাঁধ থেকে সেই চাপের বোঝাটা নেমে গেছে ২০১৪ সালের শেষদিকেই। ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক করা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এমনকি আরও ভারমুক্তির জন্য মুশফিককে অনিয়মিতভাবে উইকেট কিপিংয়ের গ্লাভস পরতে দেয়া হয়েছে। নবাগত তরুণরাই সেই দায়িত্ব পালন করছেন। কখনও লিটন কুমার দাস, কখনও এনামুল হক বিজয় এবং কখনও বা নুরুল হাসান সোহান। কিন্তু ব্যাটে রানের খরাটা কোনভাবেই কাটছে না মুশফিকের। সর্বশেষ ১১ টি২০ ম্যাচে তিনি সর্বোচ্চ ২৬ রানের একটি ইনিংস খেলতে পেরেছেন। ক্রমেই যেন নিজেকে হারিয়ে ফেলছেন একসময় দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ নাম পাওয়া এ ব্যাটসম্যান। প্রথমবারের মতো কোন টি২০ টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামা বাংলাদেশের পক্ষে আজ কি নিজেকে ফিরে পেয়ে জ্বলে উঠতে পারবেন মুশফিক? আজ তার ৫০তম টি২০ ম্যাচ। প্রথম বাংলাদেশী হিসেবে এই মাইলফলক ছুঁতে চলেছেন ২৮ বছর বয়সী এ ডানহাতি। ওয়ানডে ক্রিকেটেও বেশকিছুটা সময় খুব বাজে কেটেছিল মুশফিকের। সে সময় অনেক ধরনের কানাঘুঁষাও হয়েছিল। শেষ পর্যন্ত অধিনায়কত্ব থেকেই তাকে বাদ দেয়া হয় চাপমুক্ত করার লক্ষ্যে। কিন্তু টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত নিজেকে হারিয়ে নিজেকেই আবার খুঁজছেন মুশফিক। সর্বশেষ ১০ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৩ রান। গড় মাত্র ১৬.৬২৫! অথচ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। খরাটা শুরু হয়েছে ২০১৪ সালের এপ্রিল থেকেই। ২০১৪ সালের ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ম্যাচে ৩৬ বলে ৪৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন মুশফিক। তারপর থেকেই অন্তরালে চলে গেছেন তিনি। টানা ১১ ইনিংসে তার ব্যাট থেকে বাংলাদেশ পেয়েছে ১৯, ১৭, ১৯, ২, ৯, ২৬, ২৪*, ১৬*, ৪, ৪ ও ১২ রান। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এই ব্যাটিং চিত্রটাই বলে দিচ্ছে দলের চেহারাটা কেমন হতে পারে। যদিও এবার এশিয়া কাপে দলের চেহারা পাল্টেছে টি২০ ক্রিকেটের! প্রথমবারের মতো টি২০ ফরমেটের কোন বৈশ্বিক আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত খেলা চার ম্যাচে মুশফিক কিছুই দিতে পারেননি। মুশফিকের ওপর নির্ভরতা কমানোর জন্য সঠিক বিকল্পও খুঁজে পায়নি বাংলাদেশ দল। ভারতের বিরুদ্ধে অপরাজিত ১৬ রানের পর বাকি তিন ম্যাচেও ব্যর্থ মুশফিক করেছেন ৪, ৪ ও ১২ রান। তবে মুশফিকের এই ব্যর্থতা ঢাকা পড়ে গেছে অন্য ব্যাটসম্যানদের সাফল্যে। বিশেষ করে দারুণ ফর্মে আছেন সাব্বির রহমান রুম্মান। নিয়মিতই দলকে দারুণ সব ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ রানের মধ্যে আছেন বলেই মুশফিকের ব্যর্থতা ঢাকা পড়ে গেছে। তবে নির্ভরতার প্রতীক হওয়াতে তার দিকে সবসময়ই তাকিয়ে থাকে বাংলাদেশ দল। দীর্ঘ ব্যর্থতার বিষয়ে অধিনায়ক মাশরাফি বলেন, ‘মুশফিক আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। হয়তো যেভাবে খেলছে সেটা দুর্ভাগ্যের কারণে ভাল কোন রান দিচ্ছে না। কিন্তু এরপরও তার ওপর আমাদের আস্থা আছে। কারণ সে নিজেই যথেষ্ট চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ কোনদিনেই হয়তো মুশফিক দারুণ একটি ইনিংস খেলে সব বদলে দেবে। আমি জানি সে তা করতে পারবে।’ তবে শুধু মাশরাফি নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষই ফাইনালে মুশফিকের জ্বলে ওঠার জন্য তাকিয়ে থাকবে। কারণ এমন সুযোগ তো আর সবসময়ই আসে না। এখনই ব্যাট হাতে দারুণ কিছু করার উপযুক্ত সময় মুশফিকের। টি২০ ক্যারিয়ারে অবশ্য টানা ১১ ইনিংসের ব্যর্থতার কারণে তেমন সমৃদ্ধশালী হয়নি ব্যাটিং তালিকাটা এ ব্যাটসম্যানের। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৪৯ টি২০ খেলেছেন তিনি। ১৮.৭১ গড়ে মাত্র ১টি অর্ধশতক হাঁকিয়ে করেছেন ৬৫৫ রান! একমাত্র ফিফটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিরপুরে ১৬ নবেম্বর ২০১৩ সালে। সে ম্যাচে করেছিলেন ২৯ বলে ৫০! আড়াই বছর পেরিয়ে গেছে। এবার ক্যারিয়ারের ৫০তম ম্যাচে আরেকটি পঞ্চাশ রানের ইনিংস উপহার দিয়ে বাংলাদেশ দলকে দারুণ কোন অর্জন এনে দিতে পারবেন মুশফিক?
×