ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিসি ‘নির্বোধ’ প্রমাণ করল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ৬ মার্চ ২০১৬

আইসিসি ‘নির্বোধ’ প্রমাণ করল বাংলাদেশ

টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘এ’- এ বাংলাদেশের সঙ্গে আছে হল্যান্ড, আয়ারল্যান্ড ও ওমান বুধবার ধর্মশালায় প্রথম ম্যাচ হল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে মাশরাফিরা এখান থেকে শীর্ষ একটি দল মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে যেখানে (গ্রুপ-২) আগে থেকেই অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া অর্থাৎ বাছাই সেরা হতে পারলে ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে মূল লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ব্যাঙ্গালুরু ও কলকাতায় বাকি তিনটি ম্যাচ যথাক্রমে ২১ (অস্ট্রেলিয়া), ২৩ (ভারত) ও ২৬ মার্চ (নিউজিল্যান্ড) শাকিল আহমেদ মিরাজ ॥ আজ এশিয়া কাপের ফাইনাল খেলা বাংলাদেশের টি২০ বিশ্বকাপে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ বুধবার, হল্যান্ডের বিপক্ষে (ধর্মশালায়)। মাঝে দুদিন মাত্র সময়। মাশরাফি-সাকিবরা ঠিকমতো ব্যাগ গোছানোরও সুযোগ পাচ্ছেন না। ঘোরতর আশ্চর্যের, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী শনিবার (গতকাল) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং! অর্থাৎ আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ধরেই নিয়েছিল বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে!! বাস্তবতা হল, দুর্দান্ত নৈপুণ্যে গতবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ছিটকে দিয়ে আজ ভারতের সঙ্গে এশিয়া কাপের ফাইনালে টাইগাররা। এর মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের দাপট দেখানোর পাশাপাশি অভিভাবক সংস্থাটিকে কার্যত ‘নির্বোধ’ প্রমাণ করল বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল হংকং। কিন্তু টাইগাররা এশিয়া কাপের ফাইনালে উঠে আইসিসির সূচীটাকে ‘হাস্যকর’ বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আইসিসি যে বাংলাদেশকে হিসেবে ধরেনি সেটিও পরিষ্কার। এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে খেলার সামর্থ্য রাখে, এটা ভাবার মতো সময় হয়নি আইসিসি কর্তাদের! নইলে এমন অদ্ভুত সূচী তারা কিভাবে করলেন? বিশ্বকাপের বাছাইপর্বের আগে এই একটাই প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু সেটা না হওয়ায় এখন আক্ষরিক অর্থেই কোন প্রস্তুতি ছাড়া বাংলাদেশকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে হবে। প্রস্তুতি তো দূরে, হাতে এতটুকু সময় নেই, আজ ফাইনাল খেলে কালই বিমানে চড়তে হবে মাশরাফিদের। সকালে জেট এয়ারওয়েজে ঢাকা থেকে দিল্লী যাবে টাইগারবাহিনী, সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা বিমানে ধর্মশালা। বুধবার সেখানেই হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হল্যান্ড। বিশ্বযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একদিন মাত্র সময়! অথচ এরই মধ্যে গ্রুপের অন্য সব প্রতিপক্ষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। দুটি গ্রপে আটটি দল বাছাই পর্ব খেলবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে হল্যান্ড ছাড়া রয়েছে আয়ারল্যান্ড ও ওমান। ধর্মশালার একই ভেন্যুতে ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানের বিপক্ষে খেলবে মাশরাফিরা। এখান থেকে শীর্ষ একটি দল মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। যেখানে (গ্রুপ-২) আগে থেকেই অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অর্থাৎ বাছাই সেরা হতে পারলে ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে মূল লড়াইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ব্যাঙ্গালুরু ও কলকাতায় বাকি তিন ম্যাচ ২১ (অস্ট্রেলিয়া), ২৩ (ভারত) ও ২৬ মার্চ (নিউজিল্যান্ড)। বাছাই পর্বে গ্রুপ-‘বি’তে আছে স্কটল্যান্ড, জিম্বাবুইয়ে, আফগানিস্তান ও হংকং। সেরা দলটি মূল পর্বে গ্রুপ-১এ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে খেলবে।
×