ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তদন্ত হচ্ছে খুনের অভিযোগ পঞ্চগড়ে ৪০ বছর পর মুক্তিযোদ্ধার দেহাবশেষ উত্তোলন

প্রকাশিত: ০৬:০১, ৬ মার্চ ২০১৬

তদন্ত হচ্ছে খুনের অভিযোগ পঞ্চগড়ে ৪০ বছর  পর মুক্তিযোদ্ধার    দেহাবশেষ  উত্তোলন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মৃত্যুর ৪০ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত শালবাড়ি ছিটমহলের এক মুক্তিযোদ্ধার দেহাবশেষ উত্তোলন করল পুলিশ। ওই মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ছিটমহলের নাগরিক বলেই এতদিন বিচার বঞ্চিত ছিলেন নিহত বীর মুক্তিযোদ্ধা আজিমুল হকের পরিবার। অবশেষে শনিবার দুপুরে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের নির্দেশনা অনুযায়ী কবর খনন করে দেহাবশেষ সংগ্রহ করল পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ জুলাই ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর ভাই হত্যার বিচার চেয়ে একই বছরের ২৯ ডিসেম্বর ১৩ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করে নিহত মুক্তিযোদ্ধার ছোট ভাই আরিফুল ইসলাম। গত ১৬ জানুয়ারি আদালত মামলাটি আমলে নিয়ে বোদা থানা পুলিশকে নথিভুক্ত করার আদেশ দেন। পরে বোদা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে মামলাটির প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়। পঞ্চগড় আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড কৃষ্ণকান্ত রায় প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা আজিমুল হকের দেহাবশেষ ময়নাতদন্তের জন্য উত্তোলনের আদেশ দেন। শনিবার দুপুরে জেলার বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আওয়ালের উপস্থিতিতে ওই মুক্তিযোদ্ধার দেহাবশেষ উত্তোলন করে বোদা থানা পুলিশ। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হয় মুক্তিযোদ্ধা আজিমুল হক। ছিটমহলের বাসিন্দা হওয়ায় এতদিন বিচার বঞ্চিত ছিল তার পরিবার। আরিফুল হক জানান, ‘১৯৭৬ সালের ২ সেপ্টেম্বর নিজের জমিতে হালচাষ করছিলেন আজিমুল হক। এ সময় প্রতিপক্ষ বিষাক্ত তীর ছুড়ে প্রথমত তাকে আহত করে। পরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় হাসপাতালে ভর্তি করাতে চাইলে ছিটমহলের নাগরিক বলে কোন হাসপাতালেই ভর্তি করা যায়নি। পরদিন সকালে তিনি মারা যান। থানা, আদালত কোথাও মামলা নিতে রাজি হয়নি। প্রবীণ প্রতিবেশীরা জানান, তরুণ বয়সে মুক্তিযুদ্ধে যোগদান করেছিল আজিমুল। নয় মাস যুদ্ধ করে বাড়িতে ফেরার পর কৃষি কাজ করে জীবন নির্বাহ করতেন এই মুক্তিযোদ্ধা। বিয়ের চার মাসের মাথায় জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রাণ হারাতে হয় তাকে। দেহাবশেষ উত্তোলনের সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এসআইএম রাজিউল করিম রাজু উপস্থিত ছিলেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আদালতের নির্দেশে দেহাবশেষ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×