ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে লুট হওয়া শার্ট, তামার তার ও পাত উদ্ধার ॥ ৮ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ৬ মার্চ ২০১৬

গাজীপুরে লুট হওয়া  শার্ট, তামার তার ও পাত উদ্ধার ॥ ৮ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৫ মার্চ ॥ গাজীপুরের পৃথক ঘটনায় লুট হওয়া গার্মেন্টসের শার্ট, প্রায় দেড় কোটি টাকার তামার তার ও পাত উদ্ধার এবং ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হারুন-অর-রশীদ এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট এ্যাপারেল লিমিটেডের প্রায় ৩০ লাখ টাকার ৮ হাজার ৯৮০ পিস শার্ট শিপমেন্টের জন্য কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম যাওয়ার পথে লুট হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সরপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের মোঃ মোজাম্মেল হক (৩৪) ও মোঃ কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে। এদিকে টঙ্গী থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চেরাগ আলীর এইজি ট্রান্সফরমার কোম্পানির লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ১৫ টন তামার তার ও পাত উদ্ধার এবং ৬ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মানিকগঞ্জের সোহরাব হোসেন (৪০), টাঙ্গাইলের আতাউর মিয়া (২৮), বরিশালের কাউসার সরদার (২৩), শরীয়তপুরের মোঃ কামাল (৩৫), ঢাকার শামীম আকন্দ (৩৫) ও মোঃ মজিবুর রহমান। ব্রিফিং-এ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×