ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরার হাসপাতালে স্বামীর লাশ ফেলে স্ত্রীর পলায়ন

প্রকাশিত: ০৫:৫৮, ৬ মার্চ ২০১৬

উত্তরার হাসপাতালে স্বামীর লাশ ফেলে স্ত্রীর পলায়ন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এক আদিবাসী গারো নারীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। উত্তরায় হাসপাতালে স্বামীর মরদেহ রেখে পালিয়েছে স্ত্রী। বাড্ডায় এক গৃহকর্ত্রী আত্মহত্যা করেছে। চকবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, গুলশানে অজ্ঞাত (২৮) এক গারো নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গুলশান-১ এর ১২ নম্বর রোডের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ওই নারী রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার পরনে হলুদ রঙের কামিজ ও জিন্স প্যান্ট ছিল। পেটের ডান পাশে আটটি ছুরিকাঘাতের চিহ্ন ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। নাম পরিচয় উদ্ধারের পর হত্যাকারীদের গ্রেফতার করা হবে বলে ওসি জানান। রাত আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই আদিবাসী তরুণীর পরিচয় মেলেনি। ময়নাতদন্ত শেষে তার লাশ ঢামেক মর্গের হিমাগারে রাখা হয়েছে। স্বামীর লাশ ফেলে স্ত্রীর পলায়ন ॥ উত্তরার পূর্ব এলাকায় মোঃ হাবিব (২৪) নামে এক ব্যক্তির মরদেহ রেখে স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নিহত হাবিবের বাবার নাম বেল্লাল হোসেন। বাড়ি চাঁদপুর জেলার নতুনবাজার থানার মধ্যছারি গ্রামে। উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর মিরাজ জানান, স্ত্রী পরিচয়দানকারী পারভীন হাবিবকে ফুড পয়জনিংয়ের কারণে উত্তরায় নর্স্টাম হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে একটি এ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঢামেক হাসপাতালে না গিয়ে তার মরদেহ নিয়ে চাঁদপুর যাওয়ার কথা বলে। পথে চালককে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান পারভীন নামে ওই মহিলা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে চালক এ্যাম্বুলেন্স নিয়ে আবার উত্তরার নর্স্টাম হাসপাতালে ফিরে যান। ওসি আবুবক্কর মিরাজ জানান, পরে ডাক্তারদের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে ওই হাসপাতাল থেকে হাবিবের মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। আত্মহত্যা ॥ উত্তর বাড্ডায় রিতা আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম কানু মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের ইসলামপুরে। শনিবার দুপুরে উত্তর বাড্ডার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর জলিল জনকণ্ঠকে জানান, নয় মাস আগে রিতার সঙ্গে একটি ছেলের বিয়ে হয়। কয়েকদিন হলো সেই ছেলেটি তাকে তালাক দেয়। এতে মান অভিমানে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবু তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান। বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ॥ রাজধানীর চকবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিপুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের সহকর্মী মোহাম্মদ হোসেন জানান, চকবাজারের সর্দার গলির খাজে দেওয়ান ১ নম্বর লেনের ৬০ নম্বর বাসায় পিপুলের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা রয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ওই কারখানায় কাজ করার সময় পিপুল বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরে পিপুলের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×