ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক-এগারো বিষয়ে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫৪, ৬ মার্চ ২০১৬

এক-এগারো বিষয়ে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, এক-এগারোর বিষয়ে কেঁচো খুঁড়তে গেলে বিষধর সাপ বেরিয়ে আসবে। কার কারণে ওয়ান ইলেভেন সৃষ্টি তা দেশবাসী জানে। আর তাদের (বিএনপির) ঘরের শত্রু বিভীষণ কে, এটা তাদেরই বের করতে হবে। ওই সময় কারা মঞ্চে, কারা নেপথ্যে ছিলেন- তা নিয়ে আরও গবেষণা ও চিন্তাভাবনার সময় এসেছে। শনিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দলের জনসভা সফল করতে ঢাকার পার্শ¦বর্তী জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভায় ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, শুধু পাঠক ছিলেন। ‘জিয়াউর রহমান নিজেই বলেছিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে। ওটা প্রয়াত এম এ হান্নানও প্রথম ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণা ওই সময় তাৎপর্য ছিল না, এটা আমরা অস্বীকার করব না। তবে তিনি ছিলেন ঘোষণার পাঠক। সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে তৎকালীন দৈনিক বাংলা ও বিচিত্রায় নিবন্ধ লিখেছিলেন। সেই নিবন্ধে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আমরা গ্রীন সিগন্যাল পেয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য আজকে জিয়াউর রহমানের দল বিএনপি ৭ মার্চ পালন করে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেরিতে হলেও বিশ্বের সেরা ‘ওয়ার্ল্ড গ্রেট স্পিচ’-এ অন্তর্ভুক্ত হয়েছে। এতে জাতি হিসেবে আমরা গর্বিত, আনন্দিত। তিনি বলেন, সব ভাষণ নেতৃত্ব দেয় না, কর্তৃত্ব করে না। আমার মনে হয়, বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষণটি কর্তৃত্ব করেছিল, নেতৃত্ব দিয়েছিল। একটা জাতিকে স্বাধীনতা সংগ্রামে চূড়ান্তভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, উজ্জীবিত করেছিল। বৈঠকে ৭ মার্চের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলের সর্বস্তরের নেতাদের সাধ্যমতো নেতাকর্মী, সমর্থকদের সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পার্শ¦বর্তী জেলার নেতারাও বৈঠকে আশ্বস্ত করেন, তাঁদের নিজ নিজ এলাকা থেকেও সাধ্যমতো নেতাকর্মীদের জনসভায় আনা হবে।
×