ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে দিনমজুরকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৫:৫১, ৬ মার্চ ২০১৬

রাজধানীতে দিনমজুরকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আবারও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। শনিবারও চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে বাড্ডায় ছিনতাইকারীরা এক দিনমজুরকে কুপিয়ে খুন করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। একই দিন আগারগাঁওয়ে ফিল্মি স্টাইলে এক বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গত এক সপ্তাহে প্রায় ১০ জন ছিনিতাইয়ের শিকার হয়ে সর্বস্ব খুইয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশের সংখ্যা ঠিক নয়। এর সংখ্যা ৪ থেকে ৫ গুণ বেশি। প্রতিদিনই রাজধানীর রাজপথে বহু লোক ছিনতাইকারীদের কবলে টাকা-পয়সা খোয়াচ্ছে। অনেকেই পুলিশী ঝামেলার ভয়ে তা চেপে যাচ্ছেন। কেউ মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তখন পুলিশ জানতে পারে ছিনতাইয়ের ঘটনা। এছাড়া তাদের এ বিষয়ে অজ্ঞতা থেকে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ছিনতাই রোধে পুলিশী টহল বাড়ানোসহ পাশাপাশি রাতভর নগরীর অলি-গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়ে টহল জোরদার করা জরুরী। বাড্ডায় ছিনতাইয়ের শিকার এক দিনমজুর খুন ॥ বাড্ডায় ছিনতাইকারীরা মদন চন্দ্র রায় ওরফে মধু (২৮) নামে এক দিনমজুরকে খুন করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। নিহতের বাবার নাম নারায়ণ চন্দ্র রায়। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মুড়ালিপুর গ্রামে। তিনি বাড্ডার দক্ষিণ আনন্দনগর এলাকায় থাকতেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার গভীর রাতে মধু ও তার ছোট ভাই তপন দিনমজুরের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় বাড্ডার আনন্দনগর ছাইতানতলী আনসার ক্যাম্পের সামনে এলে ৪-৫ জন ছিনতাইকারী তাদের চাপাতি দিয়ে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মধুকে ধানমণ্ডির নর্দান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে মধুর মৃত্যু হয়। তার ভাইকে বেশি অসুস্থ না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এসআই আব্দুর রহিম আরও জানান, পরে ধানম-ির নর্দান হাসপাতাল থেকে মধুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ঢাক মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। আগারগাঁওয়ে ফিল্মি স্টাইলে ছিনতাই ॥ রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার তালতলায় ছিনতাইকারীরা ফিল্মি স্টাইলে মাইক্রোবাস থামিয়ে সাইদুর রহমান নামে এক বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তালতলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের সামনে দুই মোটরসাইকেলযোগে ছয় ছিনতাইকারীরা গুলি চালিয়ে এ ঘটনাটি ঘটায় বলে শেরেবাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ জানান। বিকাশের ম্যানেজার একেএম আজমল হুদা জানান, দুপুর আড়াইটার দিকে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ঘ-৩৫৭৪৮৪) করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী টাকা গ্রাহককে দিতে যাচ্ছিলেন। তালতলা স্কুলের সামনে এলে একটি অটোরিক্সা এসে কৌশলে মাইক্রোবাসটির গতিরোধ করে থামিয়ে দেয়। পরে মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সা চালকের বাগ্বিতণ্ডা হয়। এরই ফাঁকে দুটি মোটরসাইকেলে করে মোট ছয় যুবক মাইক্রোবাসটিকে ঘিরে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে নেমে বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ছিনতাইকারীরা ২০-২৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান পায়ে গুলিবিদ্ধ হন। ম্যানেজার আজমল হুদা জানান, সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুক হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার মোঃ বাবু নামের বিকাশকর্মীও গাড়িতে ছিলেন। পরে গুলিবিদ্ধ সাইদুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ না হলেও রাজু হাসান আহত হয়েছেন বলে জানান তিনি। শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ইতোমধ্যে গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-৩৫৭৪৮৪) থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় ছিনতাইয়ের সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীসহ দু’জন সর্বস্ব খুইয়েছেন ॥ শনিবার সকালে রাজধানীর বংশাল ও তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীসহ দু’জনকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ উদ্দিন জানান, শনিবার ভোর ৫টার দিকে বংশাল সিদ্দিকবাজার এলাকায় ছিনতাইকারীরা ওমর শরীফ (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে নগদ সাত হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। আহত ওমর শরীফ জানান, সকালে লঞ্চে এসে সদরঘাটে নামেন। সেখান থেকে রিক্সায় শান্তিনগরের বোনের বাসায় যাচ্ছিলেন। বংশালের সিদ্দিকবাজার এলাকায় পৌঁছলে কয়েক দুর্বৃত্ত তার গতিরোধের পর ডান পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়। একই দিন সকাল ৬টার দিকে তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে ছিনতাইকারীরা আব্দুর রশীদ (৩২) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর রশীদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। তিনি কাওরানবাজারে কাঁচামালের ব্যবসা করেন। তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, সকালে আব্দুর রশীদ শ্রীপুরের নিজবাড়িতে যাওয়ার জন্য বের হন। পরে রিক্সাযোগে মহাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের কয়েক দুর্বৃত্ত তার গতিরোধ করে হাতে ও পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা ১৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় ছিনতাইকারীরা সাজেদুল মাহিন (২০) নামে নটরডেম কলেজের বিবিএ’র এক ছাত্রকে গুলি করে নগদ ২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। এর আগে মঙ্গলবার যাত্রাবাড়ী ও খিলগাঁওয়ে ছিনতাইকারীরা সবুজ মিয়া (৩৫) ও সাদ্দাম হোসেন (২২) নামে দু’জনকে ছুরিকাঘাত করে প্রায় ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ওই দিন পুরান ঢাকার কদমতলীর জুরাইন কমিশনার রোডে ছিনতাইকারীরা মোশাররফ হোসেন ভুট্টোর (৩০) ভাঙ্গাড়ি দোকানে ঢুকে তাকে কুপিয়ে নগদ ২৭ হাজার টাকা ও ২টি মোবাইল লুটে নিয়ে যায়।
×