ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানি পরিষ্কারে ঝিনুক

প্রকাশিত: ০৪:১৯, ৬ মার্চ ২০১৬

পানি পরিষ্কারে ঝিনুক

ঝিনুক বললে প্রথমেই মনে আসে মুক্তোর কথা! তবে পানি পরিষ্কার করতেও ওস্তাদ ঝিনুক। দুটি কাঁচের ট্যাঙ্কে একই সময়ে একই জায়গা থেকে পানি এনে রাখা হয়েছিল। একটি পানির সঙ্গে রাখা হয় কিছু ঝিনুক। পরীক্ষায় দেখা যায় ঝিুনক থাকা ট্যাংকের পানি স্বচ্ছ টলটলে। একটি পূর্ণবয়স্ক ঝিনুক প্রতিদিন ৫০ গ্যালন পানি পরিষ্কার করতে পারে। -জি নিউজ
×