ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা চীনের

প্রকাশিত: ০৪:১৮, ৬ মার্চ ২০১৬

জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা চীনের

আগামী পাঁচ বছরে ২০২০ সাল নাগাদ চীন জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি বাড়ানোর পরিকল্পনা করেছে, যা স্পেনের মোট জনসংখ্যার প্রায় সমান। দীর্ঘদিনের একসন্তান নীতি থেকে সরে এসেছে চীন। উদ্যোগ নিয়েছে জনসংখ্যাগত সঙ্কট কাটানোর। এরই অংশ হিসেবে চীনের কমিউনিস্ট নিয়ন্ত্রিত পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তুলে ধরা পাঁচ বছর মেয়াদী এক খসড়া পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এর ফলে ২০২০ সাল নাগাদ চীনের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪২ কোটিতে দাঁড়াবে। -এএফপি
×