ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিলারির অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান

প্রকাশিত: ০৪:১৮, ৬ মার্চ ২০১৬

হিলারির অর্থনৈতিক  পরিকল্পনায় গুরুত্ব  পাচ্ছে কর্মসংস্থান

কর্মসংস্থান ও প্রাতিষ্ঠানিক কর সংস্কারের ওপর গুরুত্বারোপ করে নিজের অর্থনৈতিক পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরেছেন হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি শুক্রবার মিশিগানের ডেট্রয়েট শহরে গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের উদ্দেশে বক্তব্য রাখার সময় একে ‘নয়া অর্থনীতির জন্য নয়া দর কষাকষির কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। হিলারির অর্থনৈতিক পরিকল্পনার মূল লক্ষ্য বেশি করে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করা। যেসব কোম্পানি দেশের ভেতর কর্মসংস্থানের লক্ষ্যে বেশি বেশি বিনিয়োগ করবে তারা বেশি হারে কর রেয়াত পাবে। অঙ্গরাজ্যটিতে দলীয় প্রাইমারির কয়েকদিন আগে হিলারি অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখাটি তুলে ধরলেন। তিনি বলেন, যেসব কোম্পানি সরকারের আর্থিক সুবিধা নিয়ে কর দেয়া থেকে রেহাই পেতে বিদেশে নিজেদের কর্মকান্ড সরিয়ে নিচ্ছে তাদের কর অবকাশের সুযোগগুলো তিনি রহিত করবেন। হিলারি বলেন, তিনি প্রেসিডেন্ট হলে দেশে উৎপাদনমুখী কলকারখানগুলোর সংখ্যা বাড়ানো এবং শ্রমিকদের অধিকার রক্ষার সংগঠিত হওয়ার সুযোগ বাড়ানো হবে। ডেমোক্র্যাট দলীয় অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডারস এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পও নিজ নিজ অর্থনৈতিক পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরেছেন। স্যান্ডারস ও ট্রাম্প দুজনের কথায় একটি বিষয় মিল ছিল যে তারা দুজনই মুক্ত বাণিজ্য বিরোধী। নিউইয়র্ক টাইমস
×