ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তীব্র সমালোচনার মুখে ট্রাম্পের সুর নরম

প্রকাশিত: ০৪:১৮, ৬ মার্চ ২০১৬

তীব্র সমালোচনার মুখে ট্রাম্পের সুর নরম

‘কোন সামরিক কর্মকর্তাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নির্দেশ দেব না’ ব্যাপক সমালোচনার মুখে একদিনের মাথায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে সুর বদলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সামরিক বাহিনীকে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোন নির্দেশ দেবেন না। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের বৃহস্পতিবার এক টেলিভিশন বিতর্কে সন্ত্রাসীদের পরিবারকে হত্যা এবং নির্যাতনের পদ্ধতি হিসেবে ওয়াটারবোডিং বা তার চেয়েও কঠোর নির্যাতনের কথা বলেন ট্রাম্প। খবর সিএনএনের। তার ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেন সাবেক মন্ত্রী, আইনপ্রণেতা এবং গোয়েন্দা ও সামরিক বাহিনীর কর্মকর্তারা। এদের মধ্যে কেউ কেউ বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য অনুপযুক্ত। আবার অনেকে বলেছেন, সামরিক বাহিনী নিজস্ব ক্ষমতাবলে এসব নির্দেশনা উপেক্ষা করতে পারবে। নিজ দলেও সমালোচনার মধ্যে থাকা ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন আইন ও চুক্তি মেনে চলতে বাধ্যÑ এ বিষয়টি তিনি বুঝতে পেরেছেন এবং সামরিক বা অন্য কোন কর্মকর্তাকে এসব আইন লঙ্ঘনের নির্দেশ দেবেন না। এসব বিষয়ে তিনি তাদের পরামর্শ নেবেন। তিনি বিবৃতিতে বলেন, আমি কোন সামরিক কর্মকর্তাকে আইন অমান্যের নির্দেশ দেব না। এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট হিসেবে আমিও অন্য সব আমেরিকানের মতো আইন মেনে চলতে বাধ্য থাকব এবং আমি ওই সব দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। তার এই বিবৃতি প্রথম ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশ করা হয়। ট্রাম্পের এক মুখপাত্র ক্যাটরিনা পিয়ারসন বলেছেন, ট্রাম্প ওইভাবে বিষয়টি বলতে চাননি। তাকে ভুল বোঝা হয়েছে। তিনি সিএনএনের ‘দি সিচুয়েশন রুম’ অনুষ্ঠানে ওলফ ব্লিজারকে বলেন, ট্রাম্প বুঝতে পেরেছেন, তারা তাকে আক্ষরিকভাবে নিয়েছেন। এজন্য তিনি ওই বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন। ট্রাম্প যা বলতে চেয়েছেন তা হলোÑ আমাদের সামর্থ্যরে পুরোটা নিয়ে তিনি তাদের ধরতে চান। তবে তার এ ব্যাখ্যা বা ট্রাম্পের বিবৃতি কোন কিছুতেই ডেমোক্র্যাট ও রিপাবলিকানÑ উভয় দলের সমালোচনার ঝড় থামছে না। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি এ্যাডাম স্কিফ বলেন, ট্রাম্প এখন বলছেন, তিনি আইন মেনে চলবেন। কিন্তু শত্রুদের পরিবারকে নির্যাতন বা হত্যা করবেন না, একথা এখনও তিনি স্পষ্ট করে বলেননি। এ বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।
×