ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ত্রবিরতির অগ্রগতিতে বিশ্ব নেতৃবৃন্দের সন্তোষ

পুতিনের পূর্ণ সমর্থন ॥ সিরিয়ায় নির্বাচন

প্রকাশিত: ০৪:১৬, ৬ মার্চ ২০১৬

পুতিনের পূর্ণ সমর্থন ॥ সিরিয়ায় নির্বাচন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার মস্কো থেকে কনফারেন্স কলের মাধ্যমে ব্রিটেন, ফ্লান্স, জার্মানি ও ইতালির নেতৃবৃন্দকে বলেছেন, এপ্রিলে সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার কোন বিরোধ নেই। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সিরিয়ার শাসক বাশার আল আসাদের পার্লামেন্ট নির্বাচনের তফসিল ঘোষণার কড়া সমালোচনা করেছেন। অন্যদিকে বিশ্ব নেতৃবৃন্দ সিরিয়ায় অস্ত্র বিরতিতে অগ্রগতির প্রশংসা করেছেন। খবর এএফপির। পার্লামেন্ট নির্বাচনের তফসিল ঘোষণাকে ওলাঁদ ‘উস্কানিমূলক’ ও ‘অবাস্তব’ বলে অভিহিত করার পর পুতিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানে সিরীয় সরকারের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, সিরিয়ার সংবিধান অনুযায়ী সেখানে নির্বাচন হবে এবং এটি শান্তি প্রক্রিয়ার ওপর কোন প্রভাব ফেলবে না। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় যে, সিরিয়ায় এই প্রথম একটি অস্ত্রবিরতি বলবত করা সম্ভব হয়েছে। যদিও অস্ত্রবিরতি পুরোপুরি নয় বরং আংশিক কার্যকর হয়েছে। জঙ্গী গ্রুপ আইএসের বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলা অব্যাহত আছে। কিন্তু এই অস্ত্রবিরতি রাজনৈতিক সমাধানের সুযোগ এনে দিয়েছে বলে ক্রেমলিন মনে করে। রাশিয়া ও ফ্রান্স দুই দেশের নেতৃবৃন্দই সিরিয়ার মানবিক সঙ্কট নিরসনে একযোগে কাজ করে যেতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। এদিকে বিশ্ব নেতৃবৃন্দ শুক্রবার সিরিয়ায় অস্ত্রবিরতিতে সত্যিকারের অগ্রগতির প্রশংসা করেছেন। তবে এর মধ্যেই সপ্তাহ ধরে চলা বিমান হামলা অস্ত্রবিরতির দুর্বলতা প্রকাশ করেছে তারা মনে করেন। সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো আগামী সপ্তাহে জেনেভায় অনুষ্ঠেয় আলোচনায় যোগ দেবে কি না সে ব্যাপারেও তারা সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় ২৭ ফেব্রুয়ারি থেকে অস্ত্রবিরতি বলবত হওয়ার পর শুক্রবার দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের একটি ঘাঁটিতে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় পররাষ্ট্র মন্ত্রীরা অস্ত্রবিরতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার প্যারিসে বৈঠক করেন। বিশ্ব নেতারা বলেন, সিরিয়ায় ‘সত্যিকারের অগ্রগতি’ হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘বৈরিতা একেবারে বন্ধ হয়ে গেছে বলা যাবে না। তবে সহিংসতার মাত্রা হ্রাস পেয়েছে। অস্ত্রবিরতির ফলে মানবিক সাহায্য পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, পূর্বাঞ্চলীয় জাওতার দুমা শহরে দুটি বিমান হামলা চালানো হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। তিনি বলেন, সিরিয়ার সরকারী বাহিনী কিংবা রাশিয়া এ হামলা চালিয়ে থাকতে পারে। এলাকাটিতে এর আগে নিয়মিত বিমান হামলা চলেছে। তবে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর শান্ত পরিস্থিতিতে বিমান হামলা করায় পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনটি জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে একদল বিদ্রোহী যোদ্ধা ইরাকী সীমান্তের আল-তানাফ চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে। এর ইরাকী অংশের নিয়ন্ত্রণ এখনও আইএসের হাতে। ফ্রান্সের পরাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক আইরালত বলেন, ‘আমরা জেনেভায় দ্রুত আলোচনা শুরু করতে চাই। তবে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এক, সিরিয়ার সকল নাগরিকের কাছে মানবিক সাহায্য পাঠানোর সুযোগ ও দুই, অস্ত্রবিরতির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন।’ তবে সিরিয়ার প্রধান বিরোধী জোট হাই নেগোসিয়েশন কমিটির প্রধান রিয়াদ হিজাব বলেন, বিরোধীরা আলোচনায় অংশ নেবে কিনা সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি। এদিকে গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা ‘বিপ্লব অব্যাহত থাকবে’ বলে সেøাগান দিয়েছে।
×