ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিটি মেলায় দেশীয় উদ্ভাবনীতে আগ্রহ চলতি বছরেই ল্যাপটপ, কম্পিউটার আনবে ওয়ালটন

প্রকাশিত: ০৩:৫১, ৬ মার্চ ২০১৬

আইসিটি মেলায় দেশীয় উদ্ভাবনীতে আগ্রহ চলতি বছরেই ল্যাপটপ, কম্পিউটার আনবে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিন দিনের আইসিটি মেলার শেষ দিনে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল দেশীয় উদ্ভাবকদের নতুন নতুন সব সৃষ্টি। প্রদর্শনীস্থলের শুরুতেই থাকা ইনোভেশন কর্নারে দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যক্তি উদ্যোগের অন্তত ২০টি উদ্ভাবন ছিল চোখে পড়ার মতো। রোবট, ড্রোনসহ নতুন নতুন উদ্ভাবন দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই। পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন নিয়ে আসে হোম অটোমেশন এ্যান্ড সিকিউরিটি সিস্টেম। শনিবার ছুটির দিনে আইসিটি মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে ছিল ক্রেতা-দর্শণার্থীদের ব্যাপক ভিড়। যেখানে বিক্রি ও প্রদর্শিত হয়েছে ওয়ালটন ব্র্যান্ডের বিশ্ব মানসম্পন্ন ইলেকট্রনিক্স ও ইলেট্রিক্যাল পণ্যসামগ্রী। এছাড়াও প্রদর্শন করা হয়েছে বেশকিছু আরএনডি পণ্যের। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব ও এলইডি টেলিভিশন উৎপাদনের প্রধান উপকরণ মাদারবোর্ড। ওয়ালটন আইটি বিভাগের অ্যাডিশনাল পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটনের নিজস্ব কারখানায় ইতোমধ্যে প্রিন্টেড সার্কিট বোর্ড (মাদারবোর্ড) তৈরির জন্য একটি লাইন স্থাপন করা হচ্ছে। চলতি বছরেই নিজস্ব কারখানায় তৈরিকৃত উচ্চপ্রযুক্তি সম্পন্ন মাদারবোর্ড দিয়ে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটারের মনিটর, মোবাইল ও ট্যাব উৎপাদন করবে ওয়ালটন। ফলে ওয়ালটন ব্র্যান্ডের বর্তমান প্রোডাক্ট লাইনে নতুনভাবে যুক্ত হবে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও কম্পিউটার মনিটরের মতো উচ্চপ্রযুক্তির পণ্যে।
×